বাংলা নিউজ > বায়োস্কোপ > Trina-Abhishek: অভিষেকের জন্যই নাকি ‘খড়কুটো’য় তুতলে কথা বলেন তৃণা সাহা, সাক্ষাৎকার ঘিরে হইচই!

Trina-Abhishek: অভিষেকের জন্যই নাকি ‘খড়কুটো’য় তুতলে কথা বলেন তৃণা সাহা, সাক্ষাৎকার ঘিরে হইচই!

অভিষেকের জন্যই নাকি তুতলে কথা বলত তৃণা খড়কুটোয়। 

ধারাবাহিকে তৃণা ওরফে গুনগুনকে দেখা গিয়েছে একটি তুতলে কথা বলতে। এর পিছনে অভিষেককেই দেখালেন অভিনেত্রী। 

একসময় ‘খড়কুটো’ ধারাবাহিক বেশ জনপ্রিয় থাকলেও এখন ধীরে ধীরে টিআরপি পড়তির দিকে। যদিও অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর ধারাবাহিক নিয়ে চর্চা ফের খানিকটা বেড়েছে। আর এসবের মাঝেই তৃণার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ধারাবাহিকে তৃণা ওরফে গুনগুনকে দেখা গিয়েছে একটি তুতলে কথা বলতে। এরপর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, ‘তৃণা কি সত্যি তোতলা?’ একবার নিজের সাক্ষাৎকারে এই বিষয়ে দর্শকদের কড়া জবাব দিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

তৃণা জানিয়েছিলেন, খড়কুটোয় ড্যাডি অর্থাৎ অভিষেক একটু তোতলা। আর সেটার জন্যই তিনি তুতলে কথা বলতে শুরু করেন। যাতে দর্শকের মনে হয় জেনেটিক ব্যাপার আছে একটা তাঁদের মধ্যে। চরিত্রটিকে দর্শকদের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই এমন তিনি করেছিলেন।

প্রসঙ্গত, অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও তৃণার সাথে অভিষেকের সম্পর্ক ছিল খুব ভালো। অভিনেতা মারা যাওয়ার পর নায়িকা জানিয়েছিলেন, ‘আর কোনওদিন কাউকে ড্যাডি বলে ডাকতে পারব না।’ এরপর অভিষেকের স্মরণে আয়োজিত অনুষ্ঠানেও তৃণা দাবি করেছিলেন অভিষেক সবসময় চাইত তাঁর মেয়ে ডল বড় হয়ে যেন তৃণার মতোই হয়।

এই নিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় আপত্তি তুলতে দেখা যায় অভিষেকের স্ত্রী সংযুক্তাকে। লেখেন, তাঁরা (তিনি ও অভিষেক) কখনোই চান না তাঁদের একমাত্র মেয়ে ডল আর কারও মতো হেক। বরং, তাঁরা জানেন ডল অনন্য। সঙ্গে তাঁর মত অভিষেকের সহকর্মীও যেন এমন দাবি না ক

বন্ধ করুন