এবারের অস্কারের জন্য মনোনীত হয়েছে পুতুল ছবিটির ইতি মা গানটি। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয়ে যায় ইমনকে নিয়ে। কিন্তু এদিন পুতুল ছবিটিতে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন এমন এক শিল্পীর লেখায় ধরা পড়ল আক্ষেপের সুর।
আরও পড়ুন: গুগলের সবচেয়ে বেশি সার্চ টার্মের মধ্যে স্থান বিরাট-অনুস্কার ছেলে অকায়'র! ঠিক কী জানতে চায় মানুষ?
কী লিখেছেন তৃণাঞ্জনা?
তৃণাঞ্জনা দাস নামক একজন কণ্ঠশিল্পী এদিন তাঁর ফেসবুকের পাতায় একটি পোস্টে লেখেন, 'শুধু কণ্ঠশিল্পীরা রয়ে যায় আড়ালে।' সঙ্গে তিনি আরও লেখেন, বিগত কিছুদিনে সকলেই জেনে গিয়েছেন যে অস্কারের সেরা অরিজিন্যাল গান বিভাগে মনোনীত হয়েছে একটি বাংলা গান। সেই প্রসঙ্গ টেনে তিনি লেখেন, 'গর্ব হচ্ছে তো বাঙালি হিসেবে? অবশ্যই! গর্ব তো হওয়ার কথাই .. একজন বাঙালি পরিচালক, সঙ্গীতকার, এবং ক্রুর সকলেই কমবেশি বাঙালি, বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে… সেখানে আমরা কি করে বলুন তো চুপচাপ থাকি? তবে আমার গর্বিত হওয়ার কারণ টা একটু আলাদা.. এক মুখ্য চরিত্রের জন্য আমি গলা দিয়েছি ভেবে ভালোই লাগছে... তবে কিছুটা অবাকও লাগছে, কারণ এই সব ঢাক-ঢোল, জাঁকজমক, জৌলুশ সকলই কেবলমাত্র বরাদ্দ থাকলো হাতে-গোনা, কয়েকজন পরিচিত নাম, এবং মুখের জন্য… অবশ্যই, আমরা বাচিকশিল্পীরা অভ্যস্ত হয়ে গেছি নেপথ্যের ভূমিকায় থেকে থেকে।'
তিনি এদিন আরও লেখেন, 'তবে এটাও ঠিক, আমার এই স্বল্প 14 বছরের অভিজ্ঞতায় অনেকের থেকে প্রশংসা, শ্রদ্ধা কুড়োতে পেরেছি, অনেকেই আমাকে অনুপ্রেরিত করেছে, এবং অনেকের জন্য আমার যাত্রাপথের কাহিনী সমানভাবে উদ্দীপনার
এতগুলো বছরে আমি অনেকের সাথে কাজ করেছি, অনেক কিছু জেনেছি, শিখেছি এবং সকলের কাছে আমি কৃতজ্ঞ এই সব সুযোগের জন্য।'
পরিশেষে তিনি লেখেন, 'অনেকের তুলনায় আমি কম কাজ করি.. ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি অনেক ক্ষেত্রেই.. তবে এটাও ঠিক Vande Bharat এর মতো কাজ করেও আমি কোনওদিন কাজ চাইতে পিছুপা হইনি, বিনয়ী থেকেছি, সম্মান করেছি সব ধরণের কাজের.. তাহলে আমার সম্মানের কদর থাকবেনা কেন? অযৌক্তিক আবদার মেনে নিতে বাধ্য হবো কেন? ঠোঁটকাটা হলে কাজ থাকবে না.. আর সব অন্যায় মেনে নিলে শিরদাঁড়া থাকবে না।'
প্রসঙ্গত আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি পুতুল।
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪-এর IMDB-এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ কোনগুলো?
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'খুব সত্যি কথা, কত নায়িকার গলা দিলাম, কেউ প্রিমিয়ারেও ডাকে না, অথচ সত্যি আমরাই জানি , কারণ ডিরেক্টার এসে আমাদেরই বলে , যেভাবে হোক চরিত্রটাকে দাঁড় করাও, সেই আদৌ আদৌ, ভাঙা গলা, তোতলা, অভিনয়ের অ না জানা নায়িকা হাত তালি পায় , আমরা পাই শুধু কিছু টাকা, তাও যোগ্যতার তুলনায় অনেক কম।' আরেকজন লেখেন, 'উফফফ উফফফফ উফফফ, কি লিখেছিস রে। খুব বাস্তব কথাগুলো। আর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল, আগামীর জন্য। এমনই আরো অনেক অনেক ভাল ভাল কাজ করে যা।' অনেকেই ত্রিনঞ্জনাকে তাঁর এই পোস্টে এই কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
বলে রাখা ভালো, অস্কারে মনোনীত এই ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, 'কণ্ঠশিল্পী যা দাবি করেছেন সম্পূর্ণ মিথ্যে। তিনি কোনও মুখ্য চরিত্রের জন্য কণ্ঠ দেননি। বরং এক পার্শ্ব চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি ওঁর বিরুদ্ধে।'