মাত্র মাসখানেক আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া ৩। কার্তিকের সঙ্গে তৃপ্তির রসায়নে মুগ্ধ নেটপাড়া। বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করেছে ছবিটি। আর তার রেশ ফিকে হতে না হতেই জানা গেল আগামীতে তৃপ্তি দিমরিকে ইমতিয়াজ আলির ছবিতে দেখা যাবে। সঙ্গে থাকছেন কে? মালায়লাম তারকা ফাহাদ ফাসিল।
কী জানা গেল ইমতিয়াজ আলির আগামী ছবি সম্পর্কে?
ইমতিয়াজ আলি পরিচালিত শেষ ছবি ছিল অমর সিং চমকিলা। দিলজিৎ দোসাঁঝ এবং পরিণীতি চোপড়া অভিনীত সেই ছবিটি সদ্যই ফিল্মফেয়ার OTT ২০২৪ এ একাধিক পুরস্কার পেয়েছে। এবার পিপিংমুনের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে ইমতিয়াজ আলি তাঁর নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন। আর সেই ছবিতে থাকবেন মালায়লাম অভিনীত ফাহাদ ফাসিল এবং ভুল ভুলাইয়া ৩ ছবি খ্যাত তৃপ্তি দিমরি।
যদিও কী নিয়ে ছবিটি, কী কেন্দ্রিক সেটা এখনও জানা যায়নি। কিন্তু এটি যে একটি লাভ স্টোরি হতে চলেছে সেটা সূত্রের তরফে জানা গিয়েছে। আর ইমতিয়াজ আলি যে এই জ্যরের ছবি বানাতে সিদ্ধহস্ত সেটা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে আপাতত পরিচালক তাঁর এই আগামী ছবির স্ক্রিপ্টের কাজ শেষ করছেন। ২০২৫ সালের শুরুর দিকেই হয়তো ছবির কাজ শুরু হয়ে যাবে। জানা গিয়েছে ইমতিয়াজ আলি তাঁর এই আসন্ন ছবিটি নিজের প্রযোজনা সংস্থা উইন্ডো সিট ফিল্মসের তরফে প্রযোজনা করবেন।
সূত্রের তরফে জানানো হয়েছে, এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখবেন ফাহাদ ফাসিল। হিন্দি ছবিতে নিজের সফর শুরু করার জন্য যে তিনি দারুণ উদগ্রীব সেটাও জানানো হয়েছে। বিশেষ করে পছন্দের পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে পারবেন বলে মুখিয়ে রয়েছেন ফাহাদ।
বিগত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। তৃপ্তি এবং ফাহাদ জুটি বাঁধায় ব্যাপারটা আরও আকর্ষণীয় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এমনটাই সূত্রের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে বলে রাখা ভালো তৃপ্তি দিমরি যে ছবিটির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সেই ছবি অর্থাৎ ২০১৮ সালে মুক্তি পাওয়া লায়লা মজনু ছবিটির স্ক্রীপ্ট ভাই সাজিদ আলির সঙ্গে মিলে ইমতিয়াজ আলি লিখেছিলেন। ফলে সেই ছবির পর তাঁরা আবারও এই ছবিতে একসঙ্গে পুরোদমে কাজ করতে চলেছেন।
জানা গিয়েছে তৃপ্তি দিমরি বিশাল ভরদ্বাজের গ্যাংস্টার থ্রিলার ছবির শ্যুটিং শেষ করে এই ছবিতে হাত দেবেন। সেই ছবিতে তৃপ্তির বিপরীতে থাকবেন শাহিদ কাপুর। এছাড়াও অভিনেত্রীর হাতে আছে সুরেশ ত্রিবেণীর ছবি। সেই ছবির কাজ ২০২৫ সালের এপ্রিলে শুরু হবে। সেই ছবিটি একটি কমেডি ড্রামা ঘরানার ছবি হবে। তবে সঙ্গে সেখানে থাকবেন তাঁর ভুল ভুলাইয়া ৩ ছবির সহঅভিনেত্রী মাধুরী দীক্ষিত।
আরও পড়ুন: 'অনিশ্চয়তা থেকে শিল্পী হওয়ার সফর', ২০ বছর পুরোনো ভিডিয়ো পোস্ট কৌশিকীর! মুগ্ধ নেটপাড়া বলছে 'জন্মগত শিল্পী'
অন্যদিকে ফাহাদ ফাসিল মালায়লাম ছবির দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি মালিক, বিক্রম সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছে। আগামীতে তাঁকে পুষ্পা ২ ছবিতে দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে।