একেই এখন হাঁসফাঁস গরম তার মধ্যে হট অবতারে ধরা দিয়ে যেন আরও উষ্ণতা ছড়ালেন রণবীরের সহঅভিনেত্রী তৃপ্তি দিমরি। অ্যানিম্যাল ছবিতে তিনি তাঁর অভিনয় এবং ঘনিষ্ট দৃশ্য দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। এবার তিনি আবারও তাঁর হট অবতারে ধরা দিলেন। এদিন একটি অনুষ্ঠানে তৃপ্তিকে একটি বডি ফিট হাই থাই স্লিট গাউন পরে আসতে দেখা গেল। আর বলাই বাহুল্য মুম্বইয়ের এই ফ্যাশন অ্যাওয়ার্ড শোতে তিনি এই কালো এবং সিলভারের ড্রেসে উত্তাপ ছড়িয়েছেন।
তৃপ্তি এদিন বেশ উজ্জ্বল মেকআপ করে শোতে এসেছিলেন। ব্রোঞ্জার এবং হাইলাইটার দিয়ে গোটা সাজকে যেন এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন তিনি। সঙ্গে ব্লাশ ব্যবহার করেছিলেন। পরেছিলেন একটি নিউড লিপস্টিক। এদিন তাঁকে ফ্যাশন অ্যাওয়ার্ড শোতে ঢোকার মুখেই পাপারাৎজ্জিদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়।
তাঁর এই লুক ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তারিফ করেছেন তাঁর এই লুকের।
তৃপ্তির আগামী প্রজেক্ট
তৃপ্তি দিমরিকে আগামীতে রাজকুমার রাওয়ের সঙ্গে ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো ছবিতে দেখা যাবে। এই ছবিতে প্রথমবার তিনি রাজকুমারের সঙ্গে কাজ করলেন। এছাড়া আগামীতে আসছে ভুল ভুলাইয়া ৩। সেখানে তাঁকে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে। ব্যাড নিউজ ছবিতে ভিকি কৌশল এবং অ্যামি ভির্কের সঙ্গে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! দেড় মাসেই থামছে কপিল শর্মা শো, শেষদিনে অর্চনা লিখলেন কী?
তিনি ২০১৭ সালে পোস্টার বয়েজ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। এরপর বুলবুল এবং কলা ছবির হাত ধরে খ্যাতি পান। তবে সেই খ্যাতি কয়েক গুণ বাড়ে অ্যানিম্যাল ছবিটি মুক্তি পাওয়ার পর।