ভাবি ২ তৃপ্তি দিমরি এখন নেটিজেনদের নতুন ক্রাশ। কাজের জায়গাতেও বেশ ভালো জায়গায় রয়েছেন তাঁরা। কারণ, ব্যাড নিউজ বেশ ভালো ব্যবসা করছে বক্স অফিসে। এরই মাঝে অ্যানিম্যালের সিক্যুয়েল অ্যানিম্যাল পার্ক নিয়ে কথা বললেন। অ্যানিম্যালের পর কীভাবে বদলেছেন জীবন, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরের কাজ, সব নিয়েই করলেন নানা তথ্য ফাঁস।
তৃপ্তি বললেন, অ্যানিম্যাল পার্ক যে হবে, সেকথা তাঁর জানা। তবে কবে থেকে শ্যুটিং শুরু হবে তার খবর তৃপ্তির কাছে নেই বলেই জানা গেল। ভ্যারাইটির সঙ্গে কথা বলার সময় তৃপ্তিকে বলতে শোনা গেল, ‘আপাতত সত্যি বলতে আমি দর্শকের মতোই অজ্ঞ। আমি জানি না শ্যুটিং কবে শুরু হবে বা গল্পটা কী। আমি শুধু জানি, এটা ঘটবে। শুধু কখন, সে বিষয়ে ধারণা নেই।’
আরও পড়ুন: বউকে ‘মদ্যপ’ বলা ঋষির মুখে হঠাৎ হাসি, দেবযানীর সঙ্গে ডিভোর্স-চর্চা কেবলই প্রোমোশন?
এরপর অ্যানিম্যাল পার্কে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে তৃপ্তিকে বলতে শোনা যায়, ‘এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, এর সঙ্গে অনেক সমালোচনাও এসেছে। কি ন্তু আমি মনে করি এটি খেলার অংশ। আর প্রত্যেক অভিনেতাকেই এর মধ্য দিয়ে যেতে হয়। অ্যানিমালের পর দর্শকরা আমার অন্য কাজ দেখছেন।’
আরও পড়ুন: ‘কর্তার ইগো মেটানোর ফাঁদে পা…’, টলিউডের ঝামেলায় প্রসেনজিৎকে কেন নিশানা রাণার?
সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যালে মুখ্য চরিত্রে ছিলেন রণবীর কাপুর ও রশ্মিকা মন্দনা। আর সহ-অভিনেত্রী, রণবীরের লাভ ইন্টারেস্টের চরিত্রে দেখা যায় তৃপ্তি দিমরিকে। এছাড়াও এই সিনেমায় ছিলেন অনিল কাপুর, ববি দেওলরা।
আরও পড়ুন: অর্জুনের ডিভোর্সের খবর তুঙ্গে! এরই মাঝে স্ত্রী সৃজাকে নিয়ে ঘটালেন বড় কাণ্ড
‘অ্যানিম্যাল’ ছবির অন্যতম বিতর্কিত দৃশ্য ছিল তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের সেক্স সিন। নগ্ন’ হয়ে ওই দৃশ্যের শ্যুটিং করেন নায়ক-নায়িকা। যা নিয়ে কাঠগড়ায় তোলা হলে তৃপ্তি সেই সময় জবাব দিয়েছিলেন, ‘ওই দৃশ্যটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শুরুতে আমি একটু ডিসটার্ব হয়েছিলাম। আমাকে এর আগে কখনও কটাক্ষের মুখে পড়তে হয়নি। ধাক্কা লেগেছিল, তবে বসে ভাবলাম আমি তো ভুল কিছু করিনি। আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি এই পেশায় এসেছি কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি সেটা আমার ক্ষতগুলোয় মলম লাগায়। চ্যালেঞ্জের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই’।