‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন তৃপ্তি দিমরি। ছবিতে রণবীর কাপুরের শয্যাসঙ্গিনী হিসাবে ধরা দিয়েছিলেন। ছবি মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার মুখেও পড়েছিলেন তৃপ্তি। কীভাবে সামলেছিলেন সেই সমস্ত সমালোচনা? সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ক্যারিয়ারে প্রথমবার যে 'বাজে মন্তব্য' পেয়েছেন, তা সামলাতে হিমশিম খেতে হয়েছে। অনেক কান্নাকাটিও করেছিলেন বলে জানান তৃপ্তি।
ঠিক কী বলেছেন তৃপ্তি দিমরি?
তৃপ্তির কথায়, 'অ্যানিম্যাল মুক্তির আগে কোনও সমালোচনা ছিল না। তবে সমালোচনা হয়েছে ছবি মুক্তির পর। আমার মনে হয় এটা মূলধারার ছবির অংশ হওয়ার এটাই সাইড এফেক্ট। সব মিলিয়ে আমি খুশি। কারণ এত গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। কিন্তু প্রথমদিকে কাজটা কঠিন ছিল। কারণ বুলবুল ও কালা-তে কাজ করার সময় একেবারেই সমালোচনা হয়নি। তখন লোকজনের মন্তব্য পড়ে খুব খুশি হতাম আর ভাবতাম, মানুষ কেবল ভাল জিনিসই লেখে, জীবনে কোনও সমস্যা নেই। কাট টু, অ্যানিম্যাল। এই সময় আমি কমেন্ট পড়ে গত একমাস কী যে ঘটছিল তা বুঝতে পারিনি। বুঝতে পারছিলাম না যে কেন এত খারাপ কমেন্ট! এত নেতিবাচকতা! এই সময়টা আমার জন্য কঠিন একটা মাস ছিল। কারণ, ইতিবাচকের চেয়ে নেতিবাচক বিষয়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছিলাম।
তৃপ্তি বলেন, ‘অ্যানিম্যালের পর অন্তত দু-তিন দিন ধরে অনেক কেঁদেছি। আমি মোটেও এসবে অভ্যস্ত ছিলাম না। কখনওই ভাবিনি যে এত্ত সমালোচনার মুখোমুখি হতে হবে। লোকেজন খুবই খারাপ কথা বলছিলেন। এবিষয়ে যখন আমি আমার বোনের সঙ্গে কথা বলি, ও বলল, এটাকেও গ্রহণ করতে। এদিকে আমি সংবেদনশীল মানুষ, কারও সঙ্গে ঝগড়া হলে নিজের খোলসের ভিতর ঢুকে পড়ি। তাই আমি ভীষণভাবেই আহত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে কাজে মন দেব।’
প্রসঙ্গত শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তৃপ্তি দিমির। এরপর 'লায়লা, মজনু', 'বুলবুল', 'কালা'র মতো ছবিতে অভিনয় করেছেন। রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিতেও সংক্ষিপ্ত উপস্থিতির পরে তিনি চর্চায় ছিলেন। শেষবার তৃপ্তিকে দেখা গিয়েছে ভিকি কৌশল এবং অ্যামি ভির্ক-এর ব্যাড নিউজ-এ।
তৃপ্তিকে শীঘ্রই দেখা যাবে রাকজ শান্ডিল্যের 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও' এবং আনিস বাজমির 'ভুল ভুলাইয়া ৩'-তে। তিনি বর্তমানে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-এরও শুটিং করছেন তিনি।