‘অ্য়ানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের শয্যাসঙ্গী হয়ে চর্চায় উঠে আসেন তৃপ্তি দিমরি। রণবীরের সঙ্গে সঙ্গমের দৃশ্যে অভিনয়ের জেরে ‘ভাবি ২’ রাতারাতি জনপ্রিয়তা পান। এবার মেরে মেহবুব-এ তৃপ্তি দিমরির কামুক নাচ ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। নায়িকা তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছে, কেউ কেউ এটিকে কৌতুকপূর্ণ বলেছেন, আবার অনেকের চোখে এটি বিব্রতকর এবং অশ্লীল ঠেকেছে। শুধু নেটিজেনরা নয়, তৃপ্তির নাচ নিয়ে ট্রোল করা একটি পোস্টে লাইক দিয়ে শাহরুখ-পত্নীও বুঝিয়ে দেন তাঁর মোটে ভালো লাগেনি এই নাচ।
এই বিতর্ক নিয় অবশেষে নীরবতা ভাঙলেন তৃপ্তি দিমরি। নায়িকা স্বীকার করেছেন যে তিনি দর্শকদের কাছ থেকে এহেন নেতিবাচক প্রতিক্রিয়া আশা করেননি। আরও পড়ুন: তৃপ্তি এখন শুধুই যৌনতার প্রতীক? ভাবি ২-র অশ্লীল নাচ ঘিরে নিন্দার ঝড় নেটপাড়ায়
এক সাক্ষাৎকারে, তৃপ্তিকে এই গানের হুকস্টেপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যা অনেকের চোখেই অস্বস্তিকর এবং যৌনগন্ধী ঠেকেছে। তৃপ্তি জবাবে বলেন, ‘আসলে তা নয়... একজন অভিনেতা হিসেবে আমি ভিন্ন কিছু করার চেষ্টা করি। আগে ভাবতাম, অভিনেতা হতে গেলে শুধু অভিনয় জানতে হবে। যখন সবকিছু সত্যি হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে যখন আপনাকে কোনও ব়্যাম্প শোয়ের প্রস্তাব দেওয়া হয়, তখন আপনার সঠিকভাবে (মার্জার সরণীতে) হাঁটতে জানা উচিত, যখন আপনাকে একটি নাচের প্রস্তাব দেওয়া হয়, তখন আপনার ভাল নাচ কীভাবে হয় তা জানা উচিত। তাই সব চেষ্টাই করতে হবে। আমি হয়তো সব বিষয়ে ভালো নই, কিন্তু চেষ্টা করতে দোষ কি? নিজের সেরাটা দিতে হবে।’
অভিনেত্রী স্বীকার করেছেন যে এটি তার প্রথম ডান্স নাম্বার, এবং তিনি ভাবেন নি যে এটি এই ধরণের নেতিবাচক প্রতিক্রিয়া পাবেন। তৃপ্তি খানিক আফসোসের সুরে বলেন, ‘কিন্তু এটা সবার ক্ষেত্রেই হয়েছে। এমন কিছু জিনিস থাকবে যা লোকেরা পছন্দ করবে না, তবে এর অর্থ এই নয় যে আপনি পরীক্ষা বন্ধ করে দেবেন বা আপনি যা করতে চান তা করা বন্ধ করে দেবেন। আপনি নিজেকে থামাতে পারবেন না। আপনাকে সোজা হয়ে তাকাতে হবে এবং আপনি যা পছন্দ করেন তা চালিয়ে যেতে হবে। আপনি যদি ভাবতে শুরু করেন যে লোকেরা কী বলতে যাচ্ছে এবং লোকেরা কীভাবে এটি গ্রহণ করবে, তবে আপনি যা করছেন তার প্রতি আপনি সৎ হবেন না।’
বিতর্কিত গানটি কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। এতে তৃপ্তিকে মেঝেতে শুয়ে শ্রোণিচক্র সঞ্চালনা করতে দেখা গিয়েছে, যা ঘিরেই আপত্তি তুলেছেন অনেকে। এই কোরিওগ্রাফিকে অনেকেই নিম্ন রুচির বলে অভিহীত করেছেন।
‘ভিকি অউর বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবির এই গান নিয়ে বিতর্ক যতই থাক, গানটি রীতিমতো ভাইরাল। ছবিতে তৃপ্তির বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। রাজ শান্ডিল্য পরিচালিত, ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও ছবিটি নব্বইয়ের দশকের একটি সদ্য বিবাহিত দম্পতির হারিয়ে যাওয়া যৌন টেপের প্রেক্ষাপটে তৈরি ছবি। ছবিতে দেখা মিলেছে মল্লিকা শেরাওয়াত, বিজয় রাজ, রাকেশ বেদী, অর্চনা পুরান সিং, টিকু তালসানিয়া এবং মুকেশ তিওয়ারি। এটি ১১ ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।