অ্যানিম্যাল দিয়ে শুরু, ব্যাড নিউজ ছবিতেও আবারও সাহসী, বোল্ড অবতারে ধরা দিয়ে নজর কাড়েন তৃপ্তি দিমরি। কিন্তু একই সঙ্গে পড়েন কটাক্ষের মুখে। এও শুনতে হয় তাঁকে এখন হটনেস বা যৌনতার প্রতীক হিসেবে ছবিতে ব্যবহার করা হয়। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। কী জানালেন?
আরও পড়ুন: সিরিজের প্রচারের পর এবার মিউজিক ভিডিয়োতে রাজুদা! দেবের কোন গানের অনুকরণে আনছেন 'পকেট পরোটা সং'?
আরও পড়ুন: ফাল্গুনি চট্টোপাধ্যায়কে নিয়ে আবেগঘন 'গর্বিত' আবির! কেন লিখলেন, 'বাবারাই আসল সুপারহিরো'?
কী জানালেন তৃপ্তি?
সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন তৃপ্তি দিমরি। তিনি জানিয়েছেন তিনি সবসময় চেষ্টা করেন নিজের সেরাটা দিতে যখন তাঁর কোনও চরিত্র ভাল লাগে। একই সঙ্গে তিনি এও বিশ্বাস করেন যে তাঁর সব কাজ সবার ভালো লাগবে না। আর সেটা নিয়ে তাঁর আপত্তিও নেই। তৃপ্তি জানান যে কেউ তাঁর কাজের প্রশংসা করবেন, কেউ করবেন না। কিন্তু তিনি তাঁর নিজের কাছে, নিজে কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেন এবং যেটা সঠিক বলে মনে করেন সেটাই করেন।
তৃপ্তি এদিন আরও জানিয়েছেন তিনি অ্যানিম্যাল ছবির জোয়ার চরিত্র করতে রাজি হয়েছেন কারণ তিনি এমন কোনও চরিত্র সেই সময় করতে চাইছিলেন যেটা তিনি তার আগে কখনই করেননি। তিনি এদিন ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো করতে গিয়ে কোন কোন সমস্যায় পড়েছেন সেই কথাও। অভিনেত্রীর কথায় কমেডি ধরনের কাজ করা বেশ কঠিন, বিশেষ করে তাঁর জন্য।
তৃপ্তির মোট নার্ভাসনেস থাকা জরুরি উন্নতি করতে চাইলে। আর তিনি সেটাই করেন। এমন চরিত্র বাছেন যেটা তাঁকে উন্নতি করতেও সাহায্য করবে, আবার তাঁকে তাঁর কমফোর্ট জোন থেকেও বের করবে।
কিন্তু তৃপ্তি কি কিছু ক্ষেত্রে বেছে যৌন উত্তেজক চরিত্র করছেন? অ্যানিম্যাল ছবির পরই তাঁকে ব্যাড নিউজ ছবিতে দেখা যেতেই উসকেছে এই বিতর্ক। এই বিষয়ে তাঁর জবাব এত ভেবে তিনি কিছু করেননি। তিনি বিভিন্ন ধরনের চরিত্র করতে চান। আর সেটার জন্য তাঁর যে চরিত্র ভালো লাগে সেটা বাছেন।
তৃপ্তি দিমরির আগামী কাজ
অভিনেত্রীকে আগামীতে আশিকি ৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু কানাঘুষোয় শোনা যাচ্ছে যে সেটা হবে না। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ছবির পরিচালক অনুরাগ বসু।