অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে সঙ্গমের দৃশ্যে অভিনয় করে রাতারাতি হিট তৃপ্তি দিমরি। গোটা দেশ তাঁকে তকমা দিয়েছে ‘ভাবি ২’। এরপর থেকেই ইমেজ বদলে এখন বলিউডের হট বম্বশেল এই সুন্দরী। আগামিতে রাজকুমার রাও-এর সঙ্গে জুটি বেঁধে ‘ভিকি অউর বিদ্যা কা ওয়ালা ভিডিয়ো’তে দেখা যাবে তৃপ্তিকে। ছবির নতুন গান 'মেরে মেহবুব' মুক্তি পেয়েছে সম্প্রতি।
এই গানেও তৃপ্তি উষ্ণতা ছড়ানোর ভরপুর প্রয়াস করেছেন। শরীর খোলা পোশাকে ফ্লোরে শুয়ে উত্তেজক নাচ নায়িকার, কিন্তু সেই নাচ দেখে চোখ ছানাবড়া নেটপাড়ার। নেটিজেনদের অনেকের চোখেই সেই নাচ ‘অশ্লীল’, ‘কুরুচিকর’ ঠেকেছে। তৃপ্তির নাচের পাশাপাশি সমালোচনার মুখে গানের কোরিওগ্রাফিও।
মেরে মেহবুব কোরিওগ্রাফ করেছেন গণেশ আচার্য এবং গেয়েছেন শিল্পা রাও। মিউজিক ভিডিয়োর একটি অংশে বিকিনি টপ এবং উরু চেরা স্কার্ট পরে শরীর দোলাতে দেখা গিয়েছে নায়িকাকে। যাতে যৌনগন্ধী ছোঁয়া পেয়েছেন অনেকেই। গানটি প্রকাশের পর থেকেই এই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমালোচনার ঝড়।
মেরে মেহবুব ঘিরে ট্রোলের বন্যা
নেটিজেনর ভাষায় এই গানের ভিডিয়ো অস্বাস্থ্যকর, অশ্লীল। একজন লেখেন, ‘কোরিওগ্রাফারকে জেলে ঢোকানো দরকার, তৃপ্তিকে কী সব করতে বাধ্য করেছে!’ একটি টুইটে বলা হয়েছে যে তৃপ্তি দুর্দান্ত নৃত্যশিল্পী না হলেও, গানটিতে বিশ্রী নাচের জন্য কোরিওগ্রাফার সমালোচনার দাবিদার।
বেশ কয়েকজন ভক্ত বলেছিলেন যে অ্যানিম্যাল-এ তার অন্তরঙ্গ দৃশ্যটি তৃপ্তির কেরিয়ারের মোড় ঘুরিয়েছে, তবে তাকে এর জেরেই এখন যৌন প্রতীক হিসাবেও টাইপকাস্ট হচ্ছে। একজন লেখেন, ‘তৃপ্তি কখনই অ্যানিম্যাল মুভি থেকে সরে যেতে পারবে না ... তিনি একটি সাহসী দৃশ্য করেছেন এবং এখন তারা নিশ্চিত করবেন যে তিনি কিছু সস্তা পদক্ষেপ বা দৃশ্যের পুনরাবৃত্তি করবেন বারবার’।
অনেক টুইটার ব্যবহারকারী দুঃখ প্রকাশ করে বলেন, যিনি অ্যানিমেলের সাথে তার বড় বিরতির আগে কালা এবং বুলবুলের মতো ছবিতে তার অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন। একজন মন্তব্য করেছেন, 'লায়লা মজনু, কালা, বুলবুল থেকে এটাতে???? তার পতন কিছুটা পাগল মানুষ। ' আরেকজন লিখেছেন, 'দীপিকা, প্রিয়াঙ্কা, কৃতির মতো চরিত্র তার প্রাপ্য হলেও তিনি নোরা ও মালাইকার মতো চরিত্র পাচ্ছেন।
রাজ শান্ডিল্য পরিচালিত, ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিওটি ৯০-এর দশকের একটি সদ্য বিবাহিত দম্পতির হারিয়ে যাওয়া যৌন টেপ-কে ঘিরে তৈরি ছবি। রাজকুমার ও তৃপ্তি ছাড়াও এই ছবিতে রয়েছেন মল্লিকা শেরাওয়াত, বিজয় রাজ, রাকেশ বেদী, অর্চনা পুরান সিং, টিকু তালসানিয়া এবং মুকেশ তিওয়ারি। এটি ১১ ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।