বাংলা নিউজ > বায়োস্কোপ > Triptii Dimri: 'স্বাধীনতা হারিয়ে ফেলেছি...' খ্যাতির শীর্ষে, হাত ভর্তি কাজ! তাও কেন এমনটা বললেন তৃপ্তি?

Triptii Dimri: 'স্বাধীনতা হারিয়ে ফেলেছি...' খ্যাতির শীর্ষে, হাত ভর্তি কাজ! তাও কেন এমনটা বললেন তৃপ্তি?

কেন এমনটা বললেন তৃপ্তি?

Triptii Dimri: তৃপ্তি দিমরি বর্তমানে বলিউডের অন্যতম স্টাইল আইকন, হট অভিনেত্রী এবং ব্যস্ত অভিনেত্রীও বটে। হাত ভর্তি কাজ তাঁর। বলা যায় তিনি তৃপ্তি এখন তাঁর কেরিয়ারের শীর্ষে বসে আছেন। কিন্তু এর মধ্যে কী এমন হল যে তিনি বললেন স্বাধীনতা হারিয়ে ফেলেছেন তিনি।

তৃপ্তি দিমরি বর্তমানে বলিউডের অন্যতম স্টাইল আইকন, হট অভিনেত্রী এবং ব্যস্ত অভিনেত্রীও বটে। হাত ভর্তি কাজ তাঁর। বলা যায় তিনি তৃপ্তি এখন তাঁর কেরিয়ারের শীর্ষে বসে আছেন। কিন্তু এর মধ্যে কী এমন হল যে তিনি বললেন স্বাধীনতা হারিয়ে ফেলেছেন তিনি।

আরও পড়ুন: রায়হান রাফির পরিচালনায় আসতে চলেছেন 'লায়ন' জিৎ! কবে মুক্তি পাবে ছবি?

কী বললেন তৃপ্তি?

সন্দীপ রেড্ডি ভাঙার ছবি অ্যানিম্যালে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার পর খ্যাতি পান। এরপর ব্যাড নিউজ সহ পর পর একাধিক ছবিতেই তাঁকে নানা সময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। আর তবে এই সাহসী অভিনয়ই তাঁকে খ্যাতি এনে দিয়েছে। কিন্তু একই সঙ্গে এই খ্যাতিই তাঁর থেকে স্বাধীনতা কেড়েছে! হলিউড রিপোর্টারের কাছে মুখ খুললেন তৃপ্তি।

এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'অ্যানিম্যাল মুক্তির আগে আমি নিজেই সবজি কিনতে যেতাম। আর এখন যে দিনটা দেখছি সেটাই অভিনেতা হিসেবে দেখতে চাইতাম। খ্যাতি আসলে সবাই চায়। কিন্তু আমি আমার স্বাধীনতাকেও ভালোবাসি। আমার লং ওয়াকে যেতে ভালো লাগে। বন্ধুদের সঙ্গে কোনও চিন্তা ছাড়াই আড্ডা মারতে ভালো লাগে। কিন্তু এখন জিনিষগুলো অনেকটাই বদলে গিয়েছে। আমি এখন আর অতটা স্বাধীন নই। স্বাধীনতার ওই অনুভূতিটাই যেন হারিয়ে গিয়েছে।'

একই সঙ্গে এদিন তৃপ্তি বলেন, 'এই একটা জিনিসের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা এখনও করে যাচ্ছি। আমি আমার নিজের সময়টাকে খুব ভালোবাসি। একটা সময় এমন কেটেছে যেখানে আমি অনেকটা সময় কার্টার রোডে হেঁটে কাটাতাম। খেতে যেতাম। এখন আমি সেসব কিছুই করতে পারি না। খুব সচেতন থাকতে হয় আমায়। তো, এই জিনিসগুলো খুব মিস করি। কিন্তু সেটা ছাড়া বাকিটা দারুণ।'

আরও পড়ুন: মঞ্চ থেকেই অনুরাগী মার দেওয়ার ইঙ্গিত অরিজিতের! হঠাৎ কী হল গায়কের

আরও পড়ুন: 'মাঝেমধ্যেই সাহায্য লাগছে, কারণ...' গর্ভাবস্থাতেও সিরিয়ালের শ্যুটিং চালিয়ে যাচ্ছেন দেবলীনা! নিজের যত্ন নিচ্ছেন কীভাবে?

প্রসঙ্গত তৃপ্তি দিমরিকে শেষবার ব্যাড নিউজ ছবিতে দেখা গিয়েছে ভিকি কৌশলের সঙ্গে। বক্স অফিসে একেবারেই চলেনি ছবিটি। তবে আগামীতে তাঁকে ভুল ভুলাইয়ার হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগে নায়িকা হিসেবে দেখা যাবে কার্তিক আরিয়ানের সঙ্গে। দীপাবলির সময় মুক্তি পাবে ভুল ভুলাইয়া ৩। সেখানে মঞ্জুলিকা OG অর্থাৎ বিদ্যা বালান ফিরতে চলেছেন আবারও। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির ঝলক।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বাউচারে আস্থা হারাল মুম্বই ইন্ডিয়ান্স, IPL 2025-এর আগে চেনা কোচকে দায়িত্ব দিল MI ‘সইফ তো আমার বন্ধু!...’ বোনের প্রেমের কথা শুনে কী প্রতিক্রিয়া ছিল দিদি করিশ্মার? বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ২২, বাংলাদেশের একটিও নেই পাকিস্তানে ফের শিয়া-সুন্নি সংঘাত, প্রাণ গেল দু'পক্ষের ১৬ জনের বাংলাদেশে খেলেই ‘সর্বকালের সেরা’ শাকিবকে অবসর নিতে পারবেন! সবুজ সংকেত সরকারের ১০দফা দাবিতে ডাক্তারদের অনশন, সেগুলো কী কী? ফেসবুকের পাতায় তুলে ধরলেন সুদীপ্তা ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড সোমেই নিম্নচাপ তৈরি হবে, বাড়বে শক্তি, লক্ষ্মীপুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা? ‘‌সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিলে ভুল করবে’‌, সুর চড়ালেন কিঞ্জল–দেবাশিস প্রতিষেধকের আকাল, করাচিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.