মা হওয়ার পর প্রশ্নের মুখে পড়েছে দীপিকার পেশাদারিত্ব। ৮ ঘণ্টার বেশি তিনি কাজ করবেন না, এমন দাবি তুলেছেন নতুন মা। অনেকেই তাঁর এই পদক্ষেপের সমর্থন সরব হয়েছেন। আবার অনেকে কটাক্ষ করেছেন। দীপিকা পরপর দুটো বিগ বাজেট ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট এবং কাল্কি ২।
দুই ছবির প্রযোজনা সংস্থাই দীপিকার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে নায়িকাকে পরোক্ষে বিঁধেছেন। সেই বিতর্কের মাঝেই জানা গিয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে দীপিকার বদলি হচ্ছেন তৃপ্তি দিমরি। এর মাঝেই ঘটল আরেক কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের নজর এড়ায় না কিছুই।
তৃপ্তি সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক করেছেন। যেখানে দীপিকার পেশাদারিত্বের প্রশংসা করা হয়েছে। যা দেখে ফ্যানেদের মধ্যে ফের গুঞ্জন শুরু। সেলিব্রিটি শাড়ি ড্রেপার ডলি জৈন একটি ভিডিয়ো শেয়ার করে দীপিকারপেশাদারিত্বের প্রশংসা করেছেন, কীভাবে নায়িকা ৩০ কেজির লেহেঙ্গা পরে ঢোল বাজে গানে খালি পায়ে নাচেছিলেন।
কীভাবে নেতিবাচক পিআর এবং ঘৃণামূলক প্রচারণা জনসাধারণের ধারণাকে বিকৃত করে সেই কথাও উঠে এসেছে ওই পোস্টে। তৃপ্তি ওই ভিডিয়োয় ভালোবাসা জানাতেই তা নজরে চলে আসে ভক্তদের। একজন ভক্ত লিখেছেন, ‘আমি মনে করি তৃপ্তির এই লাইক অনেক অর্থ বহন করে... এখন সময় এসেছে ঘৃণামূলক প্রচারণা বন্ধ করা।’
সাম্প্রতিক সময়ে তৃপ্তি একাধিক সমালোচনার মুখোমুখি হয়েছেন, রণবীরের সাথে অ্যানিম্যাল ছবিতে বোল্ড দৃশ্যে অভিনয়ের জন্য তাঁকে নীতি পুলিশির শিকার হতে হয়েছে। এর পাশাপাশি আশিকি ৩ থেকে বাদ পড়ার গুজব রয়েছে। একজন রেডিট ব্যবহারকারী যেমন বলেছিলেন,'তৃপ্তির বিরুদ্ধে অসংখ্য প্রচারণা হয়েছে। মনে আছে যখন বলা হয়েছিল যে তাকে আশিকি থেকে বাদ দেওয়া হয়েছিল এবং তার সম্পর্কে যে জঘন্য জিনিসগুলি বলা হয়েছিল? এটি ঘৃণ্য এবং আমাকে বলিউডকে গভীরভাবে প্রশ্ন করতে বাধ্য করে'।
'স্পিরিট' ছবিতে অভিনয় করার কথা থাকলেও দীপিকা সৃজনশীল ও আর্থিক মতপার্থক্যের কারণে এই প্রোজেক্ট থেকে বেরিয়ে এসেছেন বলে জানা গেছে। সূত্র দাবি করেছে যে তিনি মাতৃত্বের পরে সীমিত কাজের সময়, মুনাফার একটি অংশ এবং অধিক পারিশ্রমিক চেয়েছিলেন, যা দিতে প্রযোজকরা রাজি ছিলেন না।
দীপিকা ইন্ডাস্ট্রির একমাত্র তারকা, যাঁর ঝুলিতে ২টো ১০০০ কোটির ছবি রয়েছে। নায়িকা নিজের দমে সুপারস্টার তকমা অর্জন করেছেন। তাই নেটপাড়রা একটা বড় অংশের মতে দীপিকার দাবি নায্য। এবং অকারণে তাঁকে টার্গেট করা হচ্ছে।
তৃপ্তির এই নীরব সমর্থন নয়া গসিপের জন্ম দিয়েছে। কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই বিষয়টিকে কীভাবে গ্রহণ করবেন তা ভাবাচ্ছে অনেককে। শাহরুখ খানের কিং ছবিতে একসঙ্গে কাজ করেছেন তৃপ্তি ও দীপিকা। সিনিয়র নায়িকার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থেকেই এই সমর্থন মনে করছে নেটপাড়া।