নতুন বছরের প্রথম টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই টেলিপাড়ায় হইচই! কারণ লম্বা সময় ধরে রাত ৮.৩০টার স্লট দখলে রেখেছিল জি বাংলা। কিন্তু গত এবার কোন গোপনে মন ভেসেছে প্রত্য়াশিতভাবেই পিছিয়ে গেল। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরাই উলটো সুর গাইছে। শ্যামলী-অনিকেতের উপর বেজায় চটেছে ফ্যানেরা। আরও পড়ুন-‘টাকার থেকে বড় প্রতিভা দুটি নেই’, হতাশায় ছেড়েছিলেন ইউটিউব, নতুন বছরে নয়া উপলব্ধি ঝিলমের
অনিকেতের দ্বিতীয় বিয়েই শেষমেষ সিরিয়ালের ভরাডুবির কারণ হয়ে দাঁড়াল। ওদিকে আদৃত মনের কথা শুভলক্ষ্মীকে জানিয়ে মা-কে না জানিয়েই বিয়ে সেরে বউ নিয়ে বিদেশে রওনা দিয়েছে। গৃহপ্রবেশের বিয়ের ট্র্যাক অনেক বেশি দর্শক টেনেছে। অনিকেত-অনন্যার বিয়েটা ভেস্তে যাবে, অন্তত শ্যামলীর সামনে সিঁদুরদানটা হবে না, আশা ছিল ভক্তদের। কিন্তু তা বিফলে যায়। তাহলে বিয়ের জেরেই ভরাডুবি? কী বলছেন গল্পের নায়ক অনিকেত? জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল রণজয়ের সঙ্গে।
অভিনেতা স্পষ্ট জানালেন, ‘এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমাকে যা স্ক্রিপ্ট দেওয়া হয় আমি সেইটুকু পর্দায় ফুটিয়ে তুলি। এই নিয়ে আমার ব্যক্তিগত কোনও মতামত নেই। কারণ আমার কথা এখানে ভ্যালিড নয়, আমার চিত্রনাট্যে কোনও হাত নেই। ফ্যানেদের খারাপ লাগলে আমি যুক্তিগতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। বাকি চিত্রনাট্য় কীভাবে এগোবে সেটা তো ক্রিয়েটিভ টিমের সিদ্ধান্ত।নিশ্চয় টিআরপি পড়েছে, স্লট হারা হয়েছি সেটা খারাপ ব্যাপার এইটুকুই’।
রণজয় সঙ্গে যোগ করলেন, ‘আমি ব্যক্তিগতভাবে টিআরপি নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। কোনওদিন ঘামাইনি, আজও ঘামাইনি। গুড্ডির সময়ও আমি জাস্ট শুনতাম।’ গুড্ডি-র সঙ্গে তুলনা টেনে কোন গোপনে মন ভেসেছে-কে গুড্ডি ২ বলে ট্রোল করছে ভক্তরা। অনিকেতের সঙ্গেও ‘লুচ্চা অনুজ’-এর মিল খুঁজে পাচ্ছে দর্শক। সেই কটাক্ষ নিয়ে কী বলবেন? রণজয় জানালেন সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের পোস্ট নজর এড়ায়নি তাঁর। নায়কের সাফাই, ‘আসলে কী বলুন তো সিরিয়ালে নায়ক-নায়িকা হয়ত ওপেন করতে নামছে, কিন্তু টিম তো ১১টা প্লেয়ারকে নিয়ে। আমাদের রাইটার আছে, ডিরেক্টর, এডিটর সবাই আছে। এত দায়িত্ব তো আমার নয়। বেশি দায়িত্ব নিলে অসুবিধা হবে, ওই জন্য টিআরপি বেশি হলেও নাচানাচি করি না’।
আরও পড়ুন-‘আমার মধ্যে বেঁচে থাকবে..’, ২২ দিনের লড়াই শেষ! নতুন বছরেই মৃত্যুশোকে কাতর রণিতা
নতুন বছরে বেজায় ব্যস্ত রণজয়। রেজোলিউশনে বিশ্বাসী নন অভিনেতা। সিরিয়ালের পাশাপাশি নতুুন ছবির শ্যুটিং নিয়ে উত্তেজিত রণজয়। শুক্রবার থেকেই রাশ-এর শ্যুটিং শুরু করলেন তিনি। আপতত সিরিয়াল আর সিনেমা এই দুটো নিয়েই ব্যস্ত তিনি।