বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: ঋদ্ধি-খড়ি হানিমুনে যেতেই বাড়ল নম্বর, মিঠাইকে হারিয়ে বেঙ্গল টপার হতে পারল?

TRP List: ঋদ্ধি-খড়ি হানিমুনে যেতেই বাড়ল নম্বর, মিঠাইকে হারিয়ে বেঙ্গল টপার হতে পারল?

শীর্ষে মিঠাই, নম্বর বাড়ল গাঁটছড়ার

Latest TRP Ratings: লক্ষ্মী কাকিমাকে পিছনে ফেলে দিল গাঁটছড়া। তবে শীর্ষস্থান ধরে রাখল ‘মিঠাই’। বেঙ্গল টপার হওয়ার দৌড়ে থামানো যাচ্ছে না মোদক পরিবারকে।

গত কয়েক সপ্তাহ ধরে পুরোনো সিংহাসন ফিরে পেয়েছে মিঠাই। আর ''বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী' এটাই এখন বার্তা মোদক পরিবারের। একের পর এক সিরিয়াল যখন বন্ধ হচ্ছে, তখন ‘মিঠাই’ কিন্তু নিজের রাজত্ব কায়েম রেখেছে। এই সপ্তাহেও টিআরপি তালিকায় ফার্স্ট গার্ল তুফানমেল। ৮.৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ‘সিদাই’। মিঠাইয়ের গুলি খাওয়ার ট্র্যাক শেষ হতে না হতেই ওমির নতুন প্রাণঘাতী হামলার প্রোমো সামনে এসেছে, সেইদিকেই বাজিমাত করছে টিম মিঠাই। 

তবে পিছিয়ে নেই সিং রায় বাড়ির ছেলে-বউমারাও। মাঝে কয়েক সপ্তাহ কাঙ্খিত ফল না করতে পারলেও ঋদ্ধি-খড়িদের হানিমুনের ট্র্যাক জমজমাট। 'তিন জোড়া' হানিমুন একসঙ্গে দেখতে সন্ধ্যা ৭টায় জলসার পর্দায় চোখ রেখেছে দর্শক, তাই  ‘গাঁটছড়া’র নম্বর বেড়েছে অনেকখানি। ৮.১ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে এই মেগা। তবে জানেন কি ৩১ নম্বর সপ্তাহে টিআরপি তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছে মোট ১৫টি ধারাবাহিক।  আরও পড়ুন-‘মিঠাই’তে আর দেখা যাবে না ওমিকে? জবাব দিলেন জন ভট্টাচার্য

তৃতীয়স্থান যৌথভাবে দখলে রেখেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এবং ‘আলতা ফড়িং’। দুজনের ঝুলিতেই ৭.৭ নম্বর। একটু পিছিয়ে চারে রয়েছে গৌরী এলো (৭.৬)। ‘ধুলোকণা’র রেটিং কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলছে! পঞ্চম স্থানে থাকলেও ‘লালঝুরি’র টিআরপি মাত্র ৬.৫। 

নম্বর না বাড়লেও স্থান বদল হয়েছে ‘উমা’র। এক ধাপ উপ়়ে উঠেছে জি বাংলার এই মেগা। ৬.২ রেটিং পয়েন্ট নিয়ে ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে ষষ্ঠস্থানে রয়েছে এই মেগা। 

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা: 

প্রথম- মিঠাই (৮.৭) 

দ্বিতীয়- গাঁটছড়া (৮.১)

তৃতীয়- লক্ষ্মী কাকিমা (৭.৭)

            আলতা ফড়িং (৭.৭)

চতুর্থ- গৌরী এলো (৭.৬)

পঞ্চম- ধুলোকণা (৬.৫)

ষষ্ঠ- উমা (৬.২)

       অনুরাগের ছোঁয়া (৬.২)

সপ্তম- মন ফাগুন (৬.০)

            এই পথ যদি না শেষ হয় (৬.০)

অষ্টম-   সাহেবের চিঠি (৫.২)

              খেলনা বাড়ি (৫.২)

               এক্কা দোক্কা (৫.২)

নবম-    লালকুঠি (৫.০)

দশম-   বোধিসত্ত্বের বোধবুদ্ধি (৪.৯)

আরও পড়ুন-মিঠাইকে টেক্কা দিতে পুরীতে পৌঁছাল ‘ধুলোকণা’ টিম, 'লালঝুরি'র ভাগ্য ফিরবে?

টেলিপাড়ার জোর জল্পনা শেষ হচ্ছে মন ফাগুন। এর মাঝেই এই সপ্তাহে সাত নম্বরে থাকল এই ধারাবাহিক। অন্যদিকে জলসার নতুন দুই সিরিয়াল ‘সাহেবের চিঠি’ ও ‘এক্কা দোক্কা’ দুজনেই স্লট লিডার হতে পারল না এইবারও। ৫.২ নম্বর নিয়ে রয়েছে অষ্টমস্থানে। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতেও নির্বিঘ্নে কোন পথে তেল রপ্তানি করেছে ভারত? ১৫০টি হিরে খচিত ককটেলের দাম শুনলে অবাক হয়ে যাবেন আপনি, কোথায় পাওয়া যায় এটি ভারতের বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন টিম ইন্ডিয়ার বড় শত্রু ট্র্যাভিস হেড ‘‌তাঁরা যখনই বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে!’‌, চন্দ্রিমার নিশানায় ডাক্তাররা রেল লাইন ছেড়ে চাষের জমিতে নামল ইঞ্জিন! 'রিল মন্ত্রী' বলে টিপ্পনী কংগ্রেসের 'সরকার গড়ার এক ঘণ্টার মধ্যেই মদে নিষেধাজ্ঞা তুলে দেব!' মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে… 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতিতে রাখবেন মমতা' LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা!RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা? ‘আমেরিকাতে মাঝরাতে খাবার পাওয়া যায় না, তবে কলকাতাতে রাতেও কেউ খালি পেটে থাকে না’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.