মাসের শুরুটা মিষ্টিমুখে হয়েছিল মিঠাই ভক্তদের। দীর্ঘ সময় পর টিআরপি তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছিল মোদক পরিবার। তবে দু-সপ্তাহ যেতে না যেতেই ছন্দপতন। সিদ্ধার্থের অ্যাক্সিডেন্টের ট্র্যাক, রকি- দ্য রকস্টারের ধামাকেদার এন্ট্রি- এই সবও রক্ষা করতে পারল না মিঠাইয়ের সিংহাসন। ফের একবার গদি ছাড়তে হল মিঠাইরানিকে। তবে দুঃখের শেষ এখানেই নয়, আজকের টিআরপি তালিকা অবিশ্বাস্য ঠেকছে অনেকের কাছেই। এক নম্বর থেকে সোজা তিনে নেমে গেছে মিঠাই। বেঙ্গল টপারের তকমাই হারাতে হল না, স্লট লিডারের মুকুটও ছিনিয়ে নিল ‘গাঁটছড়া’।
এই সপ্তাহে ৭.৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম ‘গাঁটছড়া’। অন্যদিকে মাত্র ০.২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্টার জলসারই অপর ধারাবাহিক ‘ধুলোকণা’। ৭.২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিঠাই, একই নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় আলতা ফড়িং। চতুর্থ,পঞ্চম স্থান দুটিতেও এইবার জোড়া বিজয়ী।
দীপা-সূর্যর দাম্পত্য জীবনের ঝলকে মজে রয়েছে দর্শক, এর সুবাদে ৭.১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে ‘গৌরী এলো’ ধারাবাহিকও এই আসনটি ভাগ করে নিয়েছে। যৌথভাবে পঞ্চম হয়েছে জি বাংলার দুটি মেগা, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এবং ‘উমা’। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬.৪।
এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা-
গাঁটছড়া - ৭.৭ (প্রথম)
ধুলোকণা- ৭.৫ (দ্বিতীয়)
মিঠাই- ৭.২ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.২ (তৃতীয়)
অনুরাগের ছোঁয়া- ৭.১ (চতুর্থ)
গৌরী এলো- ৭.১ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (পঞ্চম)
উমা- ৬.৪ (পঞ্চম)
পিলু- ৬.১ (ষষ্ঠ)
আয় তবে সহচরী -৬.০ (সপ্তম)
মন ফাগুন- ৫.৯ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয় -৫.২ (নবম)
খুকুমণি হোম ডেলিভারি -৪.৮ (দশম)
এই সপ্তাহে হুড়মুড়িয়ে নম্বর কমেছে প্রত্যেক সিরিয়ালেরই। খুব সম্ভবত আইপিএলের কারণেই সিরিয়ালের টিআরপি কমেছে। নন-ফিকশন জঁরে ৫.৪ রেটিং নিয়ে সেরা ‘দাদাগিরি’। শুরুটা জোরদার করলেও বেশ পিছিয়ে পড়েছে সঞ্চালক জিতের ‘ইস্মার্ট জোড়ি’। এ সপ্তাহে এই রিয়ালিটি শো-এর দখলে মাত্র ৩.৭ পয়েন্ট।