টলিপাড়ায় একটা প্রচলিত কথা আছে- ‘পশ্চিমবঙ্গে দুই দিদি রয়েছেন, একজন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যজন রচনা বন্দ্যোপাধ্যায়’। টেলিভিশনের পর্দায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এতটুকুও ফিকে হয়নি ম্যাজিক। রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয়ের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিলেও জি বাংলার এই গেম শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে। আর বহু গৃহিণীর দিনই সম্পূর্ন হয় না ‘দিদি নম্বর ১’ না দেখলে।
গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় (নন-ফিকশন) এক নম্বরে জি বাংলার এই শো। রবিবার রাতের এপিসোডে এই শো ছিনিয়ে নিয়েছে ৪.৯ রেটিং পয়েন্ট, অন্যদিকে সামান্য পিছিয়ে দু নম্বরে ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো-এর নবম সিজন গত রবিবারই শেষ হয়েছে। তবে এক নম্বরে থেকে যাত্রা শেষ করতে করতে পারলেন না মহারাজ।
সারা সপ্তাহ ধরে সিরিয়াল নিয়ে মাতামাতি থাকলেও সপ্তাহের শেষে একটু স্বাদ বদলের জন্য প্রয়োজন নন-ফিকশন শো। নন-ফিকশন জঁর মানেই নাচ, গান বা গেম শো। মাস কয়েক আগেই একটু ভিন্ন স্বাদের রিয়ালিটি শো নিয়ে হাজির হয়েছে স্টার জলসা। টলিপাড়ার তারকারা নিজেদের রিয়েল লাইফ পার্টনারকে সঙ্গে নিয়ে অংশ নিচ্ছেন ‘ইস্মার্ট জোড়ি’তে। তবে চর্চা বিস্তর হলেও কোনও অজানা কারণেই টিআরপি তালিকায় উপরের দিকে উঠে আসতে পারছে না এই শো। যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জিৎ। এই সপ্তাহে ৩.৩ রেটিং পয়েন্ট নিয়ে কোনওরকম লড়াইে টিকে থাকল এই শো।
এক নজরে দেখুন নন-ফিকশন শো-এর টিআরপি-
প্রথম- দিদি নম্বর ১ [রবিবার] (৪.৯)
দাদাগিরি সিজন ৯- (৪.৩)
ইস্মার্ট জোড়ি- (৩.৩)
রান্নাঘর (১.০)
চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে ‘সারেগামাপা’, নতুন শো-এর আগমনে কতটা রদবদল হবে তালিকায়? সেটাই এখন দেখবার। ‘দাদাগিরি’র জায়গা নেবে এই শো।