বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: নন-ফিকশনে সেই 'দিদি ম্যাজিক', দর্শক টানতে ফের ব্যর্থ ‘ইস্মার্ট জোড়ি'

TRP List: নন-ফিকশনে সেই 'দিদি ম্যাজিক', দর্শক টানতে ফের ব্যর্থ ‘ইস্মার্ট জোড়ি'

নন-ফিকশনে কে এগিয়ে?

চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে ‘সারেগামাপা’, নতুন শো-এর আগমনে কতটা বদল হবে তালিকায়? 

টলিপাড়ায় একটা প্রচলিত কথা আছে- ‘পশ্চিমবঙ্গে দুই দিদি রয়েছেন, একজন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যজন রচনা বন্দ্যোপাধ্যায়’। টেলিভিশনের পর্দায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এতটুকুও ফিকে হয়নি ম্যাজিক। রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয়ের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিলেও জি বাংলার এই গেম শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে। আর বহু গৃহিণীর দিনই সম্পূর্ন হয় না ‘দিদি নম্বর ১’ না দেখলে।

 গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় (নন-ফিকশন) এক নম্বরে জি বাংলার এই শো। রবিবার রাতের এপিসোডে এই শো ছিনিয়ে নিয়েছে ৪.৯ রেটিং পয়েন্ট, অন্যদিকে সামান্য পিছিয়ে দু নম্বরে ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো-এর নবম সিজন গত রবিবারই শেষ হয়েছে। তবে এক নম্বরে থেকে যাত্রা শেষ করতে করতে পারলেন না মহারাজ। 

সারা সপ্তাহ ধরে সিরিয়াল নিয়ে মাতামাতি থাকলেও সপ্তাহের শেষে একটু স্বাদ বদলের জন্য প্রয়োজন নন-ফিকশন শো। নন-ফিকশন জঁর মানেই নাচ, গান বা গেম শো। মাস কয়েক আগেই একটু ভিন্ন স্বাদের রিয়ালিটি শো নিয়ে হাজির হয়েছে স্টার জলসা। টলিপাড়ার তারকারা নিজেদের রিয়েল লাইফ পার্টনারকে সঙ্গে নিয়ে অংশ নিচ্ছেন ‘ইস্মার্ট জোড়ি’তে। তবে চর্চা বিস্তর হলেও কোনও অজানা কারণেই টিআরপি তালিকায় উপরের দিকে উঠে আসতে পারছে না এই শো। যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জিৎ। এই সপ্তাহে ৩.৩ রেটিং পয়েন্ট নিয়ে কোনওরকম লড়াইে টিকে থাকল এই শো। 

এক নজরে দেখুন নন-ফিকশন শো-এর টিআরপি-

প্রথম- দিদি নম্বর ১ [রবিবার] (৪.৯)

দাদাগিরি সিজন ৯- (৪.৩)

ইস্মার্ট জোড়ি- (৩.৩)

রান্নাঘর (১.০)

চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে ‘সারেগামাপা’, নতুন শো-এর আগমনে কতটা রদবদল হবে তালিকায়? সেটাই এখন দেখবার। ‘দাদাগিরি’র জায়গা নেবে এই শো। 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.