বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List Non-Fiction: IPL-এর শুরুতেই শূন্য-তে বোল্ড আউট রচনা! রিয়ালিটি শো-এর TRP রিপোর্ট চমকে দিল

TRP List Non-Fiction: IPL-এর শুরুতেই শূন্য-তে বোল্ড আউট রচনা! রিয়ালিটি শো-এর TRP রিপোর্ট চমকে দিল

রচনার নম্বর নাকি শূন্য? 

TRP Non-Fiction: রিয়ালিটি শো-এর খেলায় মন নেই দর্শকদের? আপিএল শুরু থেকেই বড়সড় হেরফের টিআরপি তালিকায়। 

গত মাসের শেষেই শুরু হয়েছে আইপিএল-এর নতুন সিজন। আর আপিএল শুরু হতে না হতেই চিন্তা বাড়ল সিরিয়াল প্রেমীদের। ফিকশনের পাশাপাশি নন-ফিকশনেও টিআরপি রেটিং কমলো। দিদি নম্বর ১ রচনার তো বেহাল দশা! এই সপ্তাহে এক নম্বর পজিশন থেকে ছিটকে সোজা তিনে নেমে এলেন রচনা। রবিবারের সানডে ধামাকা এপিসোডে রচনার নম্বর ‘শূন্য’। তবে কি আইপিএলের জেরেই রচনার শো থেকে মুখ ফিরিয়ে নিল দর্শক? 

আজ্ঞেঁ না! এর পিছনে রয়েছে অন্য রহস্য। এদিন ২০ থেকে ২৬ মার্চের টিআরপি রিপোর্ট সামনে এসেছে। সানডে ধামাকা এপিসোডের টিআরপি এই সপ্তাহে শূন্য কারণ ওইদিন দিদি নম্বর ১ সম্প্রচারিত হয়নি ‘সোনার সংসার’ অ্যাওয়ার্ডের জন্য। সপ্তাহের অনান্য দিনের নিরিখে বিকাল পাঁচটার স্লটে দিদি নম্বর ১-এর প্রাপ্ত নম্বর ২.৫। 

এদিকে নন-ফিকশনের সেরার মুকুট থাকল জি বাংলারই 'ডান্স বাংলা ডান্স'-এর মাথায়। গত কয়েক সপ্তাহে বিচারকের আসনে মৌনিকে দেখা যাচ্ছে না, এর জেরে বিরাট হতাশ ভক্তরা। তবে স্টার জলসার প্রতিদ্বন্দ্বী শো-কে বেশ কয়েক গোল দিয়ে এক নম্বর জায়গা ধরে রাখল ‘ডান্স বাংলা ডান্স’। বরং নম্বর বেড়েছে এই শো-এর। গত সপ্তাহের ৫.৭ নম্বর এবার একলাফে বেড়ে এবার ৬.১ নম্বর।

টিআরপি তালিকায় বেহাল দশা মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের 'সুপার সিঙ্গার' -এর। কোনওভাবেই জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'কে টক্কর দিতে পারছে না এই শো। এবারও ৪-এর গণ্ডি পার করতে পারেনি, 'সুপার সিঙ্গার' দের সংগ্রহে মাত্র ৩.৯ নম্বর। 

এক নজরে নন-ফিকশন জঁরের টিআরপি-

ডান্স বাংলা ডান্স (৬.১)

সুপার সিঙ্গার ৪ (৩.৯)

দিদি নম্বর (২.৫)

ঘরে ঘরে জি বাংলা (১.৭)

স্লট বদলের এই প্রথম সামনে এল ‘ঘরে ঘরে জি বাংলা’র টিআরপি। বিকাল সাড়ে ৪টের স্লট থেকে সরিয়ে দুপুর ২.৩০ পাঠানো হয়েছে এই গেম শো-কে। এর জেরে টিআরপিতে বিরাট পরিবর্তন না এলেও ফল সামান্য ভালো করেছে ‘ঘরে ঘরে জি বাংলা’। অনুরাগীরা হা-পিত্যেশ করে বসেছিল ‘সোনার সংসার’এর টিআরপি রেটিং জানতে, যদিও এই সপ্তাহের টিআরপি রিপোর্টে তা প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন-IPL শুরু হতেই এক ঝটকায় TRP কমলো! মুকুট ভাগ বসালো সূর্য-দীপার রাজত্বে? এগোচ্ছে 'মেয়েবেলা'

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন