বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP Non Fiction: রচনা একাই একশো! TRP-র লড়াইয়ে পিছিয়ে দেব, স্লট লিডার সারেগামাপা

TRP Non Fiction: রচনা একাই একশো! TRP-র লড়াইয়ে পিছিয়ে দেব, স্লট লিডার সারেগামাপা

রচনার শো ফের নম্বর ১

TRP Non-Fiction:  টিআরপি তালিকায় বাজিমাত 'দিদি' রচনার, ইন্দ্রাণীর শো-এর আগমনে কতটা চাপে পড়়বেন ‘দিদি নম্বর ১’? 

একদিকে ‘জগদ্ধাত্রী’’ অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়- দুই নারীর ম্যাজিকেই বাজিমাত জি বাংলার। ফিকশন জঁরে বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’। আর নন-ফিকশনের তাজ নিজের দখলে রাখলেন ‘দিদি নম্বর ১’ রচনা বন্দোপাধ্যায়। গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় দিদির প্রাপ্ত নম্বর ওঠানামা করেছে। কিন্তু রচনা বুঝিয়ে দিলেন সেটা নেহাত একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই সপ্তাহে ৬.৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর দিদি নম্বর ১-এর সানডে ধামাকা এপিসোড। 

টেলিপাড়ায় মাঝে কানাঘুষো শোনা যাচ্ছিল ইন্দ্রাণী হালদারের নতুন শো ‘ঘরে ঘরে জি বাংলা’র আগমনে নাকি বন্ধ হয়ে যাবে ‘দিদি নম্বর ১’। সেই সব রটনা ভুয়ো তা আগেই প্রমাণ হয়ে গিয়েছে। এই সপ্তাহে দিদি-র চেয়ে একটু পিছিয়ে দু-নম্বরে রইল ‘সারেগামাপা’। এই গানের রিয়ালিটি শো-এর ঝুলিতে এসেছে ৫ নম্বর। অন্যদিকে দেব-রুক্মিণীর শো যত ফিনালের দিকে এগোচ্ছে ততই যেন ঝিমিয়ে পড়ছে। এই সপ্তাহে মাত্র ৪.৬ নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর নির্মাতাদের।  

এক নজরে দেখুন নন-ফিকশন শো-এর টিআরপি-

দিদি নম্বর [সানডে ধামাকা] (৬.৩)

সারেগামাপা (৫.০)

‘ডান্স ডান্স জুনিয়র ৩’ (৪.৬)

রান্নাঘর (১.০)

গত সপ্তাহেই ঋত্বিকা ‘ডান্স ডান্স জুনিয়র’ থেকে বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম বিতর্ক হয়নি। অনেকেই ‘স্ক্রিপ্টেড শো’ বলে কটাক্ষ করতেও ছাড়েনি। চলতি সপ্তাহেই ‘ডান্স ডান্স জুনিয়র’-এর সেমি ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে। টিআরপি তালিকায় তা কতটা প্রভাব ফেলবে সেটা দেখবার। 

অন্যদিকে শেষের পথে থাকা ‘রান্নাঘর’-এর টিআরপি এই সপ্তাহেও মাত্র ১.০-এ আটকে থাকল। আগামী ৩১শে ডিসেম্বর সম্প্রচারিত হবে ‘রান্নাঘর’-এর শেষ এপিসোড। সুদীপা সঞ্চালিত এই শো-এর জায়গায় জি বাংলায় আসছে নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’, যা সঞ্চালনার দায়িত্বে থাকবেন ইন্দ্রাণী হালদার। আগামিতে জি বাংলার পর্দায় দুই দিদি (রচনা ও ইন্দ্রাণী)-র লড়াই দেখতে মুখিয়ে থাকবে দর্শক। 

 

বন্ধ করুন