প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। আর সেখানেই চমক দিয়ে কথাকে সরিয়ে সেরার সেরা জায়গা দখল করল গীতা এলএলবি। তবে কথা প্রথম স্থান হারালেও সেরা পাঁচে কিন্তু নিজের জায়গা টিকিয়ে রেখেছে। স্টার জলসার দুই হিট ধারাবাহিক ছাড়া সেরা ৫ এ রয়েছে আর কারা? কারাই বা ট্রেন্ডিং?
আরও পড়ুন: 'কেবল মাত্র আপনার জন্যই...' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু - শ্রেয়ার!
৩৮ তম সপ্তাহের টিআরপি তালিকা
এই সপ্তাহে প্রথম স্থানে আছে স্টার জলসার গীতা এলএলবি। এই ধারাবাহিকের প্রাপ্ত সংখ্যা ৭.৩। কথাকে সরিয়ে এবার সেরার জায়গা দখল করেছে গীতা!
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ফুলকি। এর প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে ৬.৯ নম্বর নিয়ে রয়েছে নিম ফুলের মধু। এই সপ্তাহে এক থেকে ছিটকে চতুর্থ স্থানে নেমে এসেছে কথা। তার সঙ্গেই জায়গা ভাগ করে নিয়েছে উড়ান। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। পঞ্চম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণুর এই মেগা পেয়েছে ৬.৪।
অন্যদিকে এক সময়ের টপার জগদ্ধাত্রী আপাতত ষষ্ঠ স্থানটা স্টার জলসার রোশনাইয়ের সঙ্গে ভাগ করে নিয়েছে। দুটো মেগার প্রাপ্ত নম্বর ৬.৩। সপ্তম স্থানে আছে শুভ বিবাহ। হানি বাফনা এবং সোনামণি সাহার ধারাবাহিক পেয়েছে ৬.১ নম্বর। বধূয়া আছে অষ্টম স্থানে। এর প্রাপ্ত নম্বর ৫.৯। ৫.৪ নম্বর নিয়ে নবম স্থানে মিঠিঝোরা এবং দশম স্থানে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। এই মেগা এই সপ্তাহে ৫.২ পেয়েছে।
দেখুন টিআরপি-র সেরা দশের তালিকা-
প্রথম: গীতা এলএলবি (৭.৩)
দ্বিতীয়: ফুলকি (৭.১)
তৃতীয়: নিম ফুলের মধু (৬.৯)
চতুর্থ: কথা/ উড়ান (৬.৮)
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (৬.৪)
ষষ্ঠ: জগদ্ধাত্রী / রোশনাই (৬.৩)
সপ্তম: শুভ বিবাহ (৬.১)
অষ্টম: বধূয়া (৫.৯)
নবম: মিঠিঝোরা (৫.৪)
দশম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.২)
আরও পড়ুন: 'প্রশাসনের গালে চটি'! জুনিয়র ডাক্তারদের ধর্নায় 'অরাজনৈতিক' দেবলীনার স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
তবে আপাতত ট্রেন্ডিংয়ে আছে আরও দুটো ধারাবাহিক। এই দুই ধারাবাহিক হল তেঁতুল পাতা এবং পুবের ময়না। যদিও তাদের অর্জিত নম্বর খুব একটা বেশি নয়, ৩.৮ এবং ৩.৬ যথাক্রমে।