প্রকাশ্যে এল চলতি সপ্তাহের TRP তালিকা। কোনও বড়সড় বদল এল লিস্টে, নাকি গত সপ্তাহের সঙ্গে মিল আছে? কে হল প্রথম পরিণীতা নাকি ফুলকি? হাড্ডাহাড্ডি লড়াই জমেছে জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছের। দেখুন এই সপ্তাহের TRP তালিকা।
আরও পড়ুন: 'গানটা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো বলতে পারছি না', হঠাৎ কেন এমন বললেন অঞ্জন দত্ত?
চলতি সপ্তাহের TRP লিস্ট
নতুন বছরের গোড়া থেকেই ম্যাজিক দেখাচ্ছে উদয় প্রতাপের মেগা। এই সপ্তাহেও ট্রেন্ড মেনে TRP টপার হল পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৭। দ্বিতীয় স্থানে আছে ফুলকি। জায়গা ধরে রাখলেও বেড়েছে প্রথম দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বরের ফারাক। ফুলকি পেয়েছে ৭.৮ নম্বর। অন্যদিকে তিন নম্বর স্থানে জগদ্ধাত্রী ধারাবাহিকের সঙ্গে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে। ফলে দুই ধারাবাহিকের যে লড়াই জমেছে বলাই যায়। তাদের প্রাপ্ত নম্বর ৭.৪। একই নম্বর পেয়ে তিন নম্বরে আছে স্টার জলসার কথা ধারাবাহিকও।
আরও পড়ুন: ৮০ কোটি টপকে গেল স্কাইফোর্স! ষষ্ঠ দিনে আয় বেড়ে কত লক্ষ্মীলাভ হল অক্ষয়ের ছবির? কী হাল ইমারজেন্সির?
চার নম্বরে আছে রাঙামতি তীরন্দাজ এবং গীতা এলএলবি। দুই ধারাবাহিকই পেয়েছে ৭.২। পাঁচে আছে উড়ান। স্টার জলসার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। এবার দেখে নিন সেরা দশে কোন ধারাবাহিক কোথায় আছে আর কার নম্বর কত।
সেরা দশ:
১. পরিণীতা (৮.৭)
২. ফুলকি (৭.৮)
৩. কোন গোপনে মন ভেসেছে / জগদ্ধাত্রী / কথা (৭.৪)
৪. রাঙামতি তীরন্দাজ/ ফুলকি (৭.২)
৫. উড়ান (৬.৪)
৬. শুভ বিবাহ (৬.২)
৭. মিত্তির বাড়ি / অনুরাগের ছোঁয়া + রোশনাই (৫.৯)
৮. গৃহপ্রবেশ (৫.৬)
৯. আনন্দী (৫.৭)
১০. তেঁতুলপাতা (৫.৬)
অন্যদিকে এই সপ্তাহে নন ফিকশনে সারেগামাপা পেয়েছে ৫.৭ নম্বর। আর দিদি নম্বর ওয়ান সোম থেকে শনিবার পর্যন্ত পেয়েছে ১.৫ এবং ২.৩ নম্বর। তবে রবিবার এই রিয়েলিটি শো পেয়েছে ৫.৮ নম্বর।