প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। আবারও উল্টে পাল্টে গেল সিরিয়ালের জায়গা। যদিও কেউ কেউ আবার নিজের জায়গা ধরে রেখেছে। প্রথম স্থান কি পরিণীতা ধরে রাখতে পেরেছে? নাকি ফুলকি উঠে এল এক নম্বরে?
চলতি সপ্তাহের টিআরপি তালিকা
এই সপ্তাহেও গল্পের জোরে এক নম্বর স্থান ধরে রাখল পরিণীতা। জি বাংলার এই মেগা যে দর্শকদের বেশ মনে ধরেছে সেটা বলার অপেক্ষা রাখে না। প্রতাপের সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৩। অন্যদিকে ফুলকি ধারাবাহিকটিও তার জায়গা ধরে রেখেছে দুই নম্বর স্থানে। এই সিরিয়ালের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৮। বলাই বাহুল্য উক্ত দুই ধারাবাহিকের সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেশ অনেকটা করেই বেড়েছে।
এবার চমকে দিয়ে আবারও ৩ নম্বর স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী। গল্পের নতুন টুইস্টের কামাল যে বলার অপেক্ষা রাখে না। নম্বর বাড়িয়ে অঙ্কিতা সৌম্যদীপের জগদ্ধাত্রী এই সপ্তাহে পেয়েছে ৭.৫।
চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি। এই ধারাবাহিকের নম্বর আগের থেকে কমেছে। পাঁচ নম্বরে আছে কোন গোপনে মন ভেসেছে। এছাড়া কথা ধারাবাহিকের নম্বর কমলেও, এটা এখনও ট্রেন্ডিংয়ে আছে। সুস্মিতা এবং সাহেবের জুটির ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯।
এক ঝলকে দেখে নিন সেরা ৫ এ আছে কোন কোন ধারাবাহিক
প্রথম: পরিণীতা ( ৮.৩ )
দ্বিতীয়: ফুলকি ( ৮.০ )
তৃতীয়: জগদ্ধাত্রী ( ৭.৫ )
চতুর্থ: গীতা এলএলবি ( ৭.২ )
পাঁচ: কোন গোপনে মন ভেসেছে ( ৭.০ )
ছয়: কথা ( ৬.৯ )
সাত: রাঙামতি তীরন্দাজ ( ৬.৭ )
আট: উড়ান ( ৬.৫ )
নয়: অনুরাগের ছোঁয়া ( ৬.১ )
দশ: শুভ বিবাহ ( ৫.৯ )
অন্যদিকে নন ফিকশন বিভাগে সারেগামাপা শীঘ্রই শেষ হতে চলেছে। ইতিমধ্যেই এই শোয়ের সেমি ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে। এই সপ্তাহে এই শো পেয়েছে ৫.৪। অন্যদিকে সানডে ধামাকা পর্বে এই শোয়ের প্রাপ্ত নম্বর ৫.৩।