বছরের প্রথম টিআরপি বলে কথা। এমনিতেই পয়লা জানুয়ারি ছুটি থাকার কারণে বৃহস্পতিবার আসেনি ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল। তাই উত্তেজনা সব দিক থেকেই বেশি। নিউ ইয়ারে ধামাকা দিল স্টার জলসার গীতা। এককভাবে টপার হল এই মেগা। তবে সামান্যই পিছিয়ে জি বাংলার ফুলকি। পয়েন্ট ১ নম্বরের ব্যবধান দুটি মেগার মধ্যে।
তবে এবারের চমক নিঃসন্দেহে গৃহপ্রবেশ। কোন গোপনে মন ভেসেছেকে হারিয়ে স্লটই শুধু পায়নি, উঠে এসেছে টিআরপি তালিকায় ৬ নম্বরে। এই মেগা দিয়ে অনেকদিন পর ছোট পর্দায় ফিরেছেন ঊষসী রায়। তার বিপরীতে ‘বরণ’ খ্যাত সুস্মিত মুখোপাধ্যায়ের। ইতিমধ্যেই শুভলক্ষ্মী আর আদৃতের মধ্যেকার কেমিস্ট্রি মন কাড়ছে সকলের। দুজনের বিয়েও দেখানো হয়েছে। ফলত সব মিলিয়ে একেবারে প্রথম মাসেই টিআরপি তালিকার সেরা পাঁচে নিজের জায়গা করে নিল এই মেগা।
কোন গোপনে মন ভেসেছে-র টিআরপি যে কমবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল। অনিকেত আর শ্যামলীর আলাদা হওয়া, শ্যামলীর নিজে দাঁড়িয়ে থেকে অনিকেতকে বিয়ে দেওয়ানো মানতে পারছে না দর্শক। যা নিয়ে তাঁরা সোশ্যাল মিডিয়াতেও লেখালিখি শুরু করেছেন। বারংবার অনুরোধ আসছে, নায়ক-নায়িকার মিল করানোর। প্রসঙ্গত, অনুরাগের ছোঁয়াও এই একই কারণে একসময় দর্শকের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনবরত সূর্য-দীপার ভুল বোঝাবুঝি দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল সকলে। বারংবারই দেখা গিয়েছে, নায়ক-নায়িকার রোম্যান্স যত তীব্র হয়, ততই নম্বর বাড়ে টিআরপি রেটিংয়ে।
দেখে নিন টিআরপিতে সেরা দশ কারা হলেন:
প্রথম: গীতা (৮.২)
দ্বিতীয়: ফুলকি (৮.১)
তৃতীয়: কথা, পরিণীতা (৭.৮)
চতুর্থ: জগদ্ধাত্রী (৭.৬)
পঞ্চম: গৃহপ্রবেশ, রাঙামতি তীরন্দাজ (৬.৯)
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (৬.৮)
সপ্তম: তেঁতুলপাতা (৬.৪)
অষ্টম: শুভ বিবাহ (৬.০)
নবম: আনন্দী (৫.৯)
দশম: মিত্তির বাড়ি (৫.৭)
এদিকে, একদম অন্য ধারার গল্প দেখাচ্ছে পরিণীতা। নায়ক-নায়িকাকে বানিয়ে দিয়েছে কলেজ স্টুডেন্ট। ফলত সাংসারিক টানাপোড়েনের পাশাপাশি, বেশ একটা টিনেজ আমেজও পাচ্ছে দর্শক। আর ফলত শুরুর পর থেকেই, হিট এই ধারাবাহিক।
আপাতত জি বাংলার যে মেগাগুলি বন্ধের খবর আসছে তা হল মিঠিঝোরা আর মালাবদল। বর্তমানে দুটিই ৪৫ মিনিট ধরে সম্প্রচার হচ্ছে। এদিকে, তাতেও নম্বর যৎসামান্য। এই সপ্তাহে এসেছে যথাক্রমে ৪.৩ ও ২.৭ রেটিং। বিকেলের স্লটে পাঠানোতেও, সেভাবে দর্শক বাড়েনি অমর সঙ্গীর। দুই শালিক (৫.২ রেটিং) স্লট তো হারাচ্ছেই, রেটিংও বেশ কম, মাত্র ৩.২। এদিকে ধারাবাহিকে রয়েছেন শ্যামৌপ্তি ও নীলের মতো মুখেরা।