টিআরপি তালিকা নিয়ে ঝামেলার কোনো অন্ত নেই। সাপ্তাহিক ফলাফলের অপেক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে মুখিয়ে থাকেন ধারাবাহিকের দর্শকেরা। আর ফলাফল সামনে এলেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় রেষারেষি। কার পছন্দের নায়িকা, কার পছন্দের সিরিয়াল টক্কর দিল, কে স্লট পেল, কে সেরা দশ থেকে ছিটকে গেল, তা নিয়েই চলতে থাকে তর্ক-বিতর্ক।
আপাতত টিআরপি চার্টে সবার উপরে রয়েছে জি বাংলার সিরিয়াল পরিণীতা। একদম শুরুর সপ্তাহ থেকেই রেটিং চার্টে কামাল করছে উদয় প্রতাপ সিং ও নবাগতা নায়িকা ঈশানি। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই আরেক মেগা ফুলকি। আর স্টার জলসার টপার ও টলতি সপ্তাহে টিআরপি চার্টে তৃতীয় স্থানে কথা।
আপাতত কথা সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। যার কারণ নিসন্দেহে ছবির লিড সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে নিয়ে বাজারে রটা গসিপ। যেখানে দর্শকরা দাবি করছে, অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও নাকি চলছে প্রেম। আর বিয়ের এপিসোড, হামিমুন, ফুলশয্যা নিয়ে আপাতত বেশ জমদমাট একটা ব্যাপার।
চার নম্বরে যৌথভাবে গীতা এলএলবি ও কোন গোপনে মন ভেসেছে ধারাবহিক। প্রথমটি স্টার জলসার, আর দ্বিতীয়টি জি বাংলার। পাঁচে জগদ্ধাত্রী। বর্তমানে সবচেয়ে পুরনো বাংলা মেগা এটি। শুরুর থেকে ক্রমাগত সেরা দশে জায়গা ধরে রাখতে সক্ষম এই সিরিয়াল। একসময় টানা ৩৪বার বেঙ্গল টপারও হয়।
দেখে নিন টিআরপি-তে সেরা দশ ধারাবাহিকের তালিকা-
প্রথম: পরিণীতা ৮.১
দ্বিতীয়: ফুলকি ৭.৫
তৃতীয়: কথা ৭.২
চতুর্থ: গীতা এলএলবি/ কোন গোপনে মন ভেসেছে ৭.০
পঞ্চম: জগদ্ধাত্রী ৬.৯
ষষ্ঠ: রাঙ্গামতি তীরন্দাজ ৬.৫
সপ্তম: মিত্তির বাড়ি ৬.০
অষ্টম: উড়ান ৫.৮
নবম: আনন্দী ৫.৫
দশম:গৃহপ্রবেশ ৫.২
ষষ্ঠ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। আর এবারের টিআরপি তালিকায় একটা বড় খবর হল, নম্বর বাড়ছে মিত্তির বাড়ি ধারাবাহিকের। মিঠাই-খ্যাত আদৃত রায়ের কামব্যাক মেগা নিয়ে একাংশ দর্শকের উন্মাদনা ছিল দেখার মতো। বরং, নম্বর কম থাকায় মনে বেশ আঘাত পাচ্ছিল আদৃত-অনুরাগীরা। তবে এবার দেখা যাচ্ছে, ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছেন আদৃত আর পারিজাত। গত সপ্তাহে নম্বর এসেছিল ৫.৯। এবারে ৬.০।
এদিকে মিত্তির বাড়ির বিপরীতে জলসায় শুরু হওয়া চিরসখা সেভাবে এখনও জায়গা করতে পারেনি টিআরপি চার্টে। আপাতত প্রাপ্ত রেটিং ৪.৯। ফলত সেরা দশে জায়গা তো হয়ইনি, স্লটও হাতে আসেনি অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়দের।