বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: আরজি কর কাণ্ডে টিআরপির হাল বেহাল, টপে কথা! নিম ফুলের মধু-ফুলকিরা নীচে, তারও পরে…

TRP List: আরজি কর কাণ্ডে টিআরপির হাল বেহাল, টপে কথা! নিম ফুলের মধু-ফুলকিরা নীচে, তারও পরে…

আরজি কর-কাণ্ডের ছাপ টিআরপিতে।

খবরের প্রতি আগ্রহ বাড়ছে যে মানুষের তা স্পষ্ট। অথবা মিটিং-মিছিলে। আরজি কর নির্যাতিতার হয়ে বিচার চাওয়াতে যে বেশি ব্যস্ত বাঙালি, তা প্রমাণ করল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। 

আরদি করের ঘটনা কি মা-কাকিমাদের টিভি দেখার নেশাকেও ছাড়িয়ে দিয়েছে! চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে তেমনটাই প্রশ্ন ওঠা স্বাভাবিক। বেশ কমেছে রেটিং ধারাবাহিকগুলোর। খবরের প্রতি আগ্রহ বাড়ছে যে মানুষের তা স্পষ্ট। অথবা মিটিং-মিছিলে। আরজি কর নির্যাতিতার হয়ে বিচার চাওয়াতে যে ব্যস্ত অনেকেই, তার প্রমাণ আজকের টিআরপি তালিকা। 

বেঙ্গল টপার হিসেবে দেখা গেল কথাকে। ৭.৩ নম্বর পেয়ে তালিকায় ১ নম্বরে। দ্বিতীয় স্থানে তিনটি ধারাবাহিক- ফুলকি, গীতা আর উড়ান। আর তিনেও দুটো মেগা-- নিম ফুলের মধু ও রোশনাই। অর্থাৎ টপ তিনে ৬টি মেগা। 

নিম ফুলের মধু-র নম্বর এই সপ্তাহে অনেকটাই কম। মাত্র ৬.৪। পর্নার স্মৃতিভ্রংশ নিয়ে যেভাবে গল্প টানা হচ্ছে, তার থেকে মুখ ফেরানো শুরু করেছে দর্শক বিগত কয়েক সপ্তাহ ধরেই। সেই হিসেবে নম্বর বাড়িয়েছে রোশনাই। এই প্রথম এই ধারাবাহিক এল সেরা তিনে।

চার নম্বরেও তিনটি মেগা রয়েছে। কোন গোপনে মন ভেসেছে, শুভ বিবাহ ও জগদ্ধাত্রী। নম্বর তুলেছে ৬.১ করে। 

আরও পড়ুন: আন্দোলনকারী চিকিৎসককে এসে ধন্যবাদ জানাল পুলিশ, আসল ঘটনা তুলে ধরলেন সুদীপ্তা

দেখুন টিআরপি-র সেরা দশের তালিকা-

প্রথম: কথা (৭.৩)

দ্বিতীয়: ফুলকি/ গীতা/উড়ান (৭.১)

তৃতীয়: নিম ফুলের মধু/ রোশনাই (৬.৪)

চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে/ শুভ বিবাহ/ জগদ্ধাত্রী (৬.১)

পঞ্চম: বঁধূয়া (৫.৬)

ষষ্ঠ: মিঠিঝোরা (৫.৫)

সপ্তম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৪)

অষ্টম: অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.০)

নবম: কে প্রথম কাছে এসেছি (৪.৫)

দশম: তেঁতুলপাতা/ পুবের ময়না/ মালাবদল (৩.৬)

আরও পড়ুন: ‘এই সেই চটি-চাটা সৌরভ না’! ধর্ষণ-বিতর্ক অতীত, দাদাকে পাশে পেয়েই ‘গলে জল’ মহিলা!

এদিকে আরজি করের ঘটনার পর বেশ কিছু ধারাবাহিক নারী নিরাপত্তার বিষটিকে তাঁদের ধারাবাহিকে তুলে ধরেছে। যার মধ্যে রয়েছে কে প্রথম কাছে এসেছি। যা এই সপ্তাহে আছে নয় নম্বরে। তবে দুঃখের বিষয় খারাপ টিআরপি-র কারণে শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই এটি বন্ধ হতে চলেছে। 

এদিকে জি বাংলার দুপুরে আসা দুটো সিরিয়াল কাজল নদীর জলে আর অমর সঙ্গী, দুটোরই অবস্থা খারাপ। কাজল নদীর জলের রেটিং ১.০, আর অমর সঙ্গীর ১.১। সেদিক দিয়ে স্টার জলসার রিপিট টেলিকাস্ট বধূবরণের টিআরপি বরং বেশি, ১.৪। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

৩.২ কোটি গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রি করে স্টার হেলথ? মুখ খুলল সংস্থা টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক ‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা! টেনিস থেকে অবসর ঘোষণা নাদালের, নভেম্বরেই শেষবার কোর্টে…অবসান ফেডেরার-রাফা যুগের… উত্তরপ্রদেশে অটুট থাকবে INDIA, ভাঙনের জল্পনায় জল ঢেলে কংগ্রেসকে বার্তা অখিলেশের ১০,০০০ টাকা আয়ের উপর ৪৩ লক্ষ টাকার ট্যাক্স! কীভাবে হল এই ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায়, রতন টাটাকে শেষ দেখা দেখতে দীর্ঘ লাইন মুম্বইতে রাজধানী অমরাবতী নির্মাণের জন্য অন্ধ্রকে ১৫,০০০ কোটি টাকা লোন দেবে বিশ্বব্যাংক 'তখন টেপজামা পরে পাঁচিলে হাঁটছি…', এককালের 'মামা' সব্যসাচী বদলে হলেন মিঠুর বর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.