বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP: কমল ‘গাঁটছড়া’র নম্বর, কে এগিয়ে ‘মিঠাই’ না ‘মন ফাগুন’? কপাল খারাপ ধুলোকণার

TRP: কমল ‘গাঁটছড়া’র নম্বর, কে এগিয়ে ‘মিঠাই’ না ‘মন ফাগুন’? কপাল খারাপ ধুলোকণার

গাঁটছড়াকে কি টেক্কা দিল মিঠাই?

বড় রদবদল চলতি সপ্তাহের টিআরপি তালিকায়। জি বাংলা পিছিয়ে পড়ছে স্টার জলসার থেকে!

হাতে চলে এসেছে রেজাল্ট। চলুন এবার একে-একে দেখে নেই চলতি সপ্তাহে আপনাদের পছন্দের ধারাবাহিক, পছন্দের তারকারা কেমন ফলাফল করল। কে দিল কাকে মাত। গত কয়েক সপ্তাহের মতো এবারেও সেরা ‘গাঁটছড়া’। যদিও নম্বর অনেকটা কমেছে। গত সপ্তাহে যা ছিল ১০.৩, এই সপ্তাহে হয়েছে ৯.৬। সিংহরায় পরিবারে খড়ির লড়াই কি তবে একঘেয়ে লাগতে শুরু করল! দ্বিতীয় স্থানে ঋষি-পিহুর ভালোবাসায় ‘মন ফাগুন’। সিড-মিঠাইয়ের প্রেমের জেরে ‘মিঠাই’ ফিরে এসেছে টপ ৩-এ।

ফল খারাপ ‘ধুলোকণার’ও। যেখানে আগেরবার লালন-ফুলঝুড়ি ছিল ২ নম্বরে, সেখানে এবার নেমে গিয়ে সাতে। আর ‘খুকুমণি হোম ডেলিভারি’ ও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ছিটকে গেল টপ ১০ থেকে। এত বড় রদবল সত্যি কম হয়!

চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক সেরা ১০-এর তালিকা:

গাঁটছড়া- ৯.৬ (প্রথম)

মন ফাগুন- ৯.২ (দ্বিতীয়)

মিঠাই- ৯.১ (তৃতীয়)

আলতা ফড়িং- ৯.০ (চতুর্থ)

আয় তবে সহচরী- ৮.৫ (পঞ্চম)

অনুরাগের ছোঁয়া- ৮.৪ (ষষ্ঠ)

ধুলোকণা- ৮.২ (সপ্তম)

উমা- ৭.৯ (অষ্টম)

গৌরী এল- ৭.৫ (নবম)

পিলু- ৭.৪ (দশম)

সেই হিসেবে দেখতে গেলে চলতি সপ্তাহে একেবারেই ভালো ফল করতে পারেনি জি বাংলা। বরং, সেরা ৭-এ শুধু নিজের জায়গা ধরে রেখেছে ‘মিঠাই’। এবার যেন স্টার জলসার জয়জয়কার!

বন্ধ করুন