গত কয়েকদিনে স্টার জলসা, জি বাংলার একাধিক সিরিয়ালের বন্ধ হওয়ার খবর মিলেছে। টিআরপি কমলেই তা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল। যখন সেই আশঙ্কায় কাঁটা সিরিয়ালের নায়ক-নায়িকারা, চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক সিরিয়ালগুলির সাপ্তাহিক ফলাফলে।
চলতি সপ্তাহেও টিআরপি টপার ফুলকি। জি বাংলার এই মেগা শুরু থেকেই বেশ ভালো ফল করছে। এবার ৭.০ নম্বর পেয়ে ধরে রাখল বেঙ্গল টপার পজিশন। আর দ্বিতীয় স্থানে নিম ফুলের মধু। টপারের থেকে নম্বরের ব্যবধান বেশ অনেকটাই। সৃজন-পর্ণা পেয়েছে ৬.৪। পর্ণার স্মৃতি হারানোর ট্র্যাক প্রথমে জমলেও, এখন বেশ একটু একঘেয়ে লাগছে দর্শকের।
আরও পড়ুন: ঘুম ভাঙিয়ে দিয়েছিল বাড়িতে চলা গুলির শব্দ’, পুলিশের কাছে দেওয়া বয়ানে আর কী কী জানালেন সলমন
তৃতীয় স্থানে কথা। আপাতত স্টার জলসার মান ধরে রেখেছে এই সিরিয়ালটিই। চতুর্থ স্থান ফের জি বাংলার দখলে। ৫.৬ রেটিং পেয়ে যৌথভাবে জায়গা দখল করল জগদ্ধাত্রী আর কোন গোপনে মন ভেসেছে।
আরও পড়ুন: মুসলিম জাহিরকে বিয়ে করায় বিতর্কে সোনাক্ষি! ফাঁস হল হবু বর-কনের অডিয়ো ইনভাইট
দেখুন টিআরপিতে সেরা দশের তালিকা-
প্রথম- ফুলকি ৭.০
দ্বিতীয়- নিম ফুলের মধু ৬.৪
তৃতীয়- কথা ৫.৯
চতুর্থ- জগদ্ধাত্রী/ কোন গোপনে মন ভেসেছে ৫.৬
পঞ্চম- গীতা এলএলবি ৫.৪
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া ৫.৩
সপ্তম- জল থই থই ভালোবাসা ৫.০
অষ্টম- রোশনাই ৪.৮
নবম- বঁধূয়া ৪.৭
দশম- উড়ান ৪.৬
আপাতত বেশ কিছু ধারাবাহিক বন্ধের খবর রয়েছে। যার মধ্যে নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে জল থই থই ভালোবাসা, কার কাছে কই মনের কথা আর অষ্টমীর। তার মধ্যে জল থই থই ভালোবাসা চলতি সপ্তাহে পেল ৫.০ রেটিং। রয়েছে সপ্তম নম্বরে। এমনকী আলবোর কোলে (৪.১)-কে হারিয়ে স্লটও দখলে রেখেছে। তবে ১৭ জুন থেকে এই স্লটেই শুরু হচ্ছে সোনামনি সাহা ও হানি বাফনার শুভ বিবাহ। কার কাছে কই মনে-র কথার নম্বর অবশ্য একেবারেই কম। পেয়েছে মাত্র ৩.৮। আর অষ্টমী-র প্রাপ্ত রেটিং ২.৪।
আরও পড়ুন: এরকম শাশুড়িই তো চাই! মহা সমাদরে বউমা ষষ্ঠী হল শ্রুতির, সোহাগ স্বর্ণেন্দুর মায়ের
জি বাংলায় নতুন শুরু হওয়া রোশনাই বিগত কয়েক সপ্তাহে ধরে রেখেছে নিজের জায়গা টিআরপি-র সেরা দশে। এবারেও অষ্টম স্থানে ৪.৮ রেটিংয়ের সঙ্গে। দশে রয়েছে উড়ান। প্রাপ্ত নম্বর ৪.৬।