গত কয়েক সপ্তাহের চেয়ে এইবার সামান্য বেড়েছে বাংলা সিরিয়ালের টিআরপি। প্রথম তিনটি স্থানের লড়াইয়ে এগিয়ে সেই তিন মেগা-মিঠাই, গাঁটছড়া ও ধুলোকণা। এই সপ্তাহে শীর্ষস্থান দখলে রাখল স্টার জলসার ‘গাঁটছড়া’। প্রাপ্ত নম্বর ৮.৫। পাশাপাশি চ্যানেল সেরার মুকুটও উঠল খড়ি-ঋদ্ধির মাথায়। এই সপ্তাহে ৮.১ নম্বর নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছে ‘মিঠাই’ ও ‘ধুলোকণা’। খুব বেশি হেরফের হয়নি ‘গৌরী এলো’ এবং ‘আলতা ফড়িং’-এর পজিশনে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এই দুই সিরিয়াল। রেটিং পয়েন্ট যথাক্রমে, ৭.৮ এবং ৭.৭। এইবার ‘লক্ষ্মী কাকিমা’ ((৬.৯) টিআরপি চার্টে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে।
তবে ষষ্ঠস্থান দখলের লড়াইয়ে জোর টেক্কা হয়েছে একাধিক মেগার। একসঙ্গে তিনটি সিরিয়াল রয়েছে এই স্থানে। ‘উমা’, ‘মন ফাগুন’, ‘আয় তবে সহচরী’ সবার প্রাপ্ত নম্বর ৬.৬। দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে নতুন শুরু হওয়া দুই মেগা ‘লালকুঠি’ ও ‘বৌমা একঘর’ যৌথভাবে অষ্টম স্থান দখল করেছে। প্রাপ্ত নম্বর ৪.৬। এ
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
প্রথম- গাঁটছড়া (৮.৫)
দ্বিতীয়- মিঠাই (৮.১)
ধুলোকণা (৮.১)
তৃতীয়- গৌরী এলো (৭.৮)
চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)
পঞ্চম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)
ষষ্ঠ- উমা (৬.৬)
মন ফাগুন (৬.৬)
আয় তবে সহচরী (৬.৬)
সপ্তম- পিলু (৬.১)
অনুরাগের ছোঁয়া (৬.১)
অষ্টম- লালকুঠি (৪.৬)
বৌমা একঘর (৪.৬)
নবম- এই পথ যদি না শেষ হয় (৪.৫)
গোধূলি আলাপ (৪.৫)
সর্বজয়া (৪.৫)
দশম- গঙ্গারাম (৩.৯)
এই সপ্তাহে একগুচ্ছ সিরিয়াল একই রেটিং পয়েন্ট পাওয়ায় সেরা দশে জায়গা করে নিয়েছে মোট ১৭টি সিরিয়াল। শেষ সপ্তাহে ৪.৫ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করল ‘সর্বজয়া’।