বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: এগিয়ে এল লক্ষ্মী কাকিমা, গাঁটছড়া না মিঠাই- TRP তালিকায় শীর্ষস্থানে কে?

TRP List: এগিয়ে এল লক্ষ্মী কাকিমা, গাঁটছড়া না মিঠাই- TRP তালিকায় শীর্ষস্থানে কে?

জমে উঠেছে লড়াই

টিআরপি তালিকায় খুব বেশি ওলট-পালট চোখে পড়ল না। সেরার লড়াইয়ে মিঠাই-ধুলোকণা'র চেয়ে সামান্য এগিয়ে ‘গাঁটছড়া’।

গত কয়েক সপ্তাহের চেয়ে এইবার সামান্য বেড়েছে বাংলা সিরিয়ালের টিআরপি। প্রথম তিনটি স্থানের লড়াইয়ে এগিয়ে সেই তিন মেগা-মিঠাই, গাঁটছড়া ও ধুলোকণা। এই সপ্তাহে শীর্ষস্থান দখলে রাখল স্টার জলসার ‘গাঁটছড়া’। প্রাপ্ত নম্বর ৮.৫। পাশাপাশি চ্যানেল সেরার মুকুটও উঠল খড়ি-ঋদ্ধির মাথায়। এই সপ্তাহে ৮.১ নম্বর নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছে ‘মিঠাই’ ও ‘ধুলোকণা’। খুব বেশি হেরফের হয়নি ‘গৌরী এলো’ এবং ‘আলতা ফড়িং’-এর পজিশনে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এই দুই সিরিয়াল। রেটিং পয়েন্ট যথাক্রমে, ৭.৮ এবং ৭.৭। এইবার ‘লক্ষ্মী কাকিমা’ ((৬.৯) টিআরপি চার্টে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। 

তবে ষষ্ঠস্থান দখলের লড়াইয়ে জোর টেক্কা হয়েছে একাধিক মেগার। একসঙ্গে তিনটি সিরিয়াল রয়েছে এই স্থানে। ‘উমা’, ‘মন ফাগুন’, ‘আয় তবে সহচরী’ সবার প্রাপ্ত নম্বর ৬.৬।  দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে নতুন শুরু হওয়া দুই মেগা ‘লালকুঠি’ ও ‘বৌমা একঘর’ যৌথভাবে অষ্টম স্থান দখল করেছে। প্রাপ্ত নম্বর ৪.৬। এ

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

প্রথম- গাঁটছড়া (৮.৫)

দ্বিতীয়- মিঠাই (৮.১)

             ধুলোকণা (৮.১)

তৃতীয়- গৌরী এলো (৭.৮)

চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)

পঞ্চম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)

ষষ্ঠ- উমা (৬.৬)

        মন ফাগুন (৬.৬)

        আয় তবে সহচরী (৬.৬)

সপ্তম-  পিলু (৬.১)

              অনুরাগের ছোঁয়া (৬.১)

অষ্টম- লালকুঠি (৪.৬)

            বৌমা একঘর (৪.৬) 

নবম-  এই পথ যদি না শেষ হয় (৪.৫)

             গোধূলি আলাপ (৪.৫)

              সর্বজয়া (৪.৫)

দশম-   গঙ্গারাম (৩.৯)

এই সপ্তাহে একগুচ্ছ সিরিয়াল একই রেটিং পয়েন্ট পাওয়ায় সেরা দশে জায়গা করে নিয়েছে মোট ১৭টি সিরিয়াল। শেষ সপ্তাহে ৪.৫ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করল ‘সর্বজয়া’।

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.