গত সপ্তাহেও টিআরপি টপার হয়েছিল জগদ্ধাত্রী আর অনুরাগের ছোঁয়া একসঙ্গে। তার আগের সপ্তাহগুলিতে আবার জগদ্ধাত্রীর নম্বর টপকে গিয়েছিল অনুরাগের ছোঁয়াকে। হয়ে গিয়েছিল বেঙ্গল টপার। মানে কাঁটায় কাঁটায় টক্কর। চলতি সপ্তাহে তাহলে কি ফলাফল? প্রথম স্থান ধরে রাখল অনুরাগের ছোঁয়া ৭.৫ নম্বর পেয়ে। বরং পিছিয়ে গেল জগদ্ধাত্রী .৫ নম্বর কম পেয়ে।
তিন নম্বরে জায়গা ধরে রাখল গৌরী এলো। গত কয়েকমাস ধরেই জি বাংলার এই মেগা রয়েছে অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রীর ঠিক পিছনে। তারপরেই নিজের জায়গা করেছে নিম ফুলের মধু। বাংলা মিডিয়ামের থেকে অনেকটাই বেশি নম্বর পেয়ে (.৯) ধরে রাখল স্লটও। আরও পড়ুন: জন্মদিনে করণের উপহার! এল রণবীর-আলিয়ার রকি অউর রানি কি প্রেম কাহানির ফার্স্ট লুক
সাড়ে আটটার স্লটও কিন্তু জি বাংলার কাছেই। .১ নম্বর পেয়ে এগিয়ে রয়েছে রাঙা বউ। পঞ্চমীও পেরে উঠছে না ঠিক করে।
প্রসঙ্গত, অনুরাগের ছোঁয়ার সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ মুকুটকে সরিয়ে সেই জায়গায় ইচ্ছে পুতুলকে এনেছিল জি বাংলা। যদিও দেখা গেল তাতে লাভ খুব একটা হয়নি। চলতি সপ্তাহে মুকুট আর ইচ্ছে পুতুল দুই মেগার টিআরপিই ৩.৪। আরও পড়ুন: হাত দিয়ে ঠেলেছিলেন শাহরুখ, জড়িয়ে ধরলেন সলমন! এয়ারপোর্টে মন কাড়লেন ভাইজান
এক নজরে দেখুন বাংলা টিআরপি-র সেরা ১০-এর তালিকা:
প্রথম- অনুরাগের ছোঁয়া (৭.৫)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.০)
তৃতীয়- গৌরী এলো (৬.৮)
চতুর্থ- নিম ফুলের মধু (৬.৪)
পঞ্চম- রাঙা বউ (৬.১)/ বাংলা মিডিয়াম (৫.৫)
ষষ্ঠ- পঞ্চমী (৫.৪)
সপ্তম- এক্কা দোক্কা (৫.৩)
অষ্টম- মেয়েবেলা/ হরগৌরী পাইস হোটেল (৪.৭)
নবম- খেলনা বাড়ি (৪.৪)
দশম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৩)
এদিকে ক্রমাগত কমছে মিঠাই-এর টিআরপি। সৌমিতৃষা চোট পেয়ে ছুটিতে, ফলত দেখা যাচ্ছে না মিঠাইকেই। তাই হয়তো আরও মুখ ফিরিয়েছে দর্শক। চলতি সপ্তাহে পেয়েছে ২.৪। উল্টোদিকে থাকা রামপ্রসাদের প্রাপ্ত নম্বর ৩.২। যদিও খবর রয়েছে জুনের মাঝামাঝিই শেষ হয়ে যাবে মিঠাই। তারপর সেই জায়গায় আসবে ফুলকি।
স্লট হারানো গাঁটছড়াকেও সরিয়ে দেওয়া হবে বিকেল ৭টা থেকে। ৫ জুন থেকে দেখানো হবে রাত সাড়ে দশটায়। আর সেই জায়গায় আসবে তুঁতে। মানে জগদ্ধাত্রীর নতুন প্রতিপক্ষ। সঙ্গে বন্ধ হচ্ছে গোধূলি আলাপ। চলতি সপ্তাহে এই মেগার টিআরপি ২.৯।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)