বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP তালিকায় এ সপ্তাহেও শীর্ষে নেই ‘মিঠাই’! খড়ি না ফুলঝুরি, ফার্স্ট গার্ল কে?

TRP তালিকায় এ সপ্তাহেও শীর্ষে নেই ‘মিঠাই’! খড়ি না ফুলঝুরি, ফার্স্ট গার্ল কে?

টিআরপিতে প্রথম ‘গাঁটছড়া’

‘ধুলকোণা’, ‘মিঠাই’-কে হারিয়ে ফের একবার শীর্ষে ‘গাঁটছড়া’। প্রথম সপ্তাহেই বাজিমাত ‘খেলনা বাড়ি’র। 

সিদ্ধার্থ মোদকের জন্মদিন বলে কথা, তাই সেলিব্রেশনের মুডে মিঠাই পরিবার। তবে এই সেলিব্রেশন ডবল হল না! টিআরপি তালিকাতে এই সপ্তাহেও প্রথমস্থান হাতছাড়া মিঠাইরানির। অন্যদিকে সেরার আসন থেকে টলানো যাচ্ছে না ‘গাঁটছড়া’ পরিবারকে। এই সপ্তাহেও টিআরপি রেটিং-এ সেরা খড়ি-ঋদ্ধিরা। তাঁদের সংগ্রহে ৮.১ পয়েন্ট, একচুল পিছিয়ে দ্বিতীয় মোদক পরিবার (৮.০)। খড়ি-ঋদ্ধির টানটান রসায়ন দেখে মুগ্ধ দর্শক। ঋদ্ধিমান ওরফে গৌরব চট্টোপাধ্যায়ের প্রেমিক সত্তা বেরিয়ে আসতেই হইচই নেটপাড়ায়! টানটান চিত্রনাট্য আর দুর্দান্ত পারফরম্যান্স-দুয়ের মেলবন্ধনই এই সিরিয়ালের সাফল্যের চাবিকাঠি। 

প্রতিদ্বন্দ্বী ‘ধুলোকণা’র চেয়ে এই সপ্তাহে ব্যবধান কিছুটা বাড়িয়েছে ‘মিঠাই’। এই সপ্তাহে তৃতীয় ও চতুর্থস্থান দখলে রেখেছে স্টার জলসার ‘ধুলোকণা’ (৭.৭) এবং আলতা ফড়িং (৭.৫)। পঞ্চমস্থানে রয়েছে গৌরী এলো (৭.৪)। এবারও সেরা পাঁচে জায়গা হয়নি ‘মন ফাগুন’-এর। নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ বা কেমন রেজাল্ট করল প্রথম সপ্তাহে? বাকিরা কে কোথায়?

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

প্রথম- গাঁটছড়া (৮.১) 

দ্বিতীয়- মিঠাই (৮.০)

তৃতীয়- ধূলোকণা (৭.৭)

চতুর্থ- আলতা ফড়িং (৭.৫)

পঞ্চম- গৌরী এলো (৭.৪)

ষষ্ঠ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.১)

সপ্তম- মন ফাগুন (৬.৬)

অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.৪)

নবম- উমা (৫.৯)

           আয় তবে সহচরী (৫.৯)

দশম- এই পথ যদি না শেষ হয় (৫.৭)

            খেলনা বাড়ি (৫.৭)

প্রথম সপ্তাহেই সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার ‘খেলনা বাড়ি’, বিশ্বজিৎ-আরাত্রিকা অভিনীত এই সিরিয়াল ৫.৭ নম্বর পেয়ে ইতিমধ্যেই স্লট লিডার। ‘বৌমা একঘর’কে হারিয়ে দিয়েছে মিতুল-ইন্দ্রজিতের প্রেমের গল্প। 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন