গত কয়েকমাস ধরে টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে থেকেছে মাত্র দু'টি মেগা সিরিয়াল। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এবং জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তবে এই একপেশে লড়াইয়ে অবশেষে ইতি টানলো গৌরী! হ্যাঁ, এই সপ্তাহে নতুন বেঙ্গল টপার জি বাংলার ‘গৌরী এলো’। আইপিএল-এর সুবাদে এই সপ্তাহে মেগা সিরিয়ালগুলোর টিআরপি একদম তলানিতে। আর সেই দুর্দিনেই সূর্য-দীপা আর জগদ্ধাত্রী-স্বয়ম্ভূকে হারিয়ে শীর্ষস্থানে উঠে এল গৌরী-ঈশান জুটি! প্রাপ্ত নম্বর ৬.৯। সবই বোধহয় ঘোমটা কালীর কৃপা।
‘গৌরী এলো’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং কম হয় না। ঈশানের মৃত্যু, তারপর সন্ন্যাসী বেশে ফিরে আসা এবং গল্পের লেটেস্ট ট্র্যাক বলছে বেশ খানিকটা এগিয়েছে সিরিয়ালের গল্প। ঈশান-গৌরীর মেয়ে তারার ইতিমধ্যেই এন্ট্রি হয়েছে গল্পে, এখন এই নতুন টুইস্ট দর্শক কতখানি পছন্দ করবে সেটা দেখবার।
গত সপ্তাহের চেয়ে ‘অনুরাগের ছোঁয়া’র নম্বর কমেছে, দ্বিতীয় স্থানে থাকা এই মেগার সংগ্রহে ৬.৭ রেটিং পয়েন্ট। তবে কি সূর্য-দীপা সম্পর্কের সমীকরণে আগ্রহ হারাচ্ছে দর্শক? তিন নম্বরে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (৬.৬)। সেরা পাঁচের তালিকায় তেমন অদল-বদল নেই। বিয়ের পরের পরবর্তী জীবনের দৈনন্দিন গল্প নিয়ে ‘নিম ফুলের মধু’ রয়েছে চতুর্থস্থানে, প্রাপ্ত নম্বর ৬.০। পাঁচ নম্বরে স্থান পেয়েছে জি বাংলারই অপর মেগা ‘রাঙা বউ’ (৫.৬)।
এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-
প্রথম- গৌরী এলো (৬.৯)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৬.৭)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৬)
চতুর্থ- নিম ফুলের মধু (৬.০)
পঞ্চম- রাঙা বউ (৫.৬)
ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৫.২)
সপ্তম- পঞ্চমী (৫.০)
অষ্টম- এক্কা দোক্কা (৪.৭)
নবম- হরগৌরী পাইস হোটেল (৪.৬)
দশম- মেয়েবেলা (৪.২)
গাঁটছড়া (৪.২)
ইতিমধ্যেই স্লটহারা ‘মেয়েবেলা’, জায়গা ছাড়তে হচ্ছে ‘সন্ধ্যাতারা’। মেগার ভবিষ্যত অনিশ্চিত, এর মাঝেও সেরা দশে জায়গা কোনওরকমে ধরে রাখল জলসার এই মেগা। টিআরপি তালিকার প্রথম পাঁচে চারটি মেগা জি বাংলার। অন্যদিকে শেষ পাঁচে রয়েছে স্টার জলসার ৬টি সিরিয়াল।
এক সময়ের ফার্স্ট গার্ল ‘মিঠাই’ শেষবেলায় এসে টিআরপি-র রেস থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। এই সপ্তাহেও ৩-এর কোঠায় গেল না নম্বর। ‘রামপ্রসাদ’ (৩.৩)-এর কাছে স্লটহারা এই মেগা। মোদক পরিবারের সংগ্রহে মাত্র ২.৬ নম্বর। অন্যদিকে স্লট বদলেও ফিরল না ‘মুকুট’-(৩.২) এর ভাগ্য। হরগৌরী পাইস হোটেল-কেও টেক্কা দিতে ব্যর্থ শ্রাবণী ভুঁইয়ার মেগা।