বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: মিঠাই-এর নম্বর আরও কমলো, ফাটিয়ে দিল লক্ষ্মী কাকিমা, TRP তালিকায় বিরাট চমক!

TRP List: মিঠাই-এর নম্বর আরও কমলো, ফাটিয়ে দিল লক্ষ্মী কাকিমা, TRP তালিকায় বিরাট চমক!

TRP তালিকায় বড় রদবদল

ঋদ্ধিকে ছাড়া জমছে না ‘গাঁটছড়া’, TRP-র দৌড়ে ‘লালঝুরি’ ম্যাজিকের সামনে ফিকে সব্বাই। 

নতুন সপ্তাহেও মিঠাইয়ের ভাগ্যবদল হল না। বৃহস্পতিবার টিআরপি রিপোর্ট সামনে আসবার পরেই হাসি গায়েব মিঠাই ভক্তদের মুখ থেকে। গত সপ্তাহের চেয়ে আরও কমলো মিঠাইয়ের নম্বর। শুধু তাই নয় ধীরে ধীরে চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় মেগার স্টেটাসটাও হারিয়ে ফেলছে এই ধারাবাহিক। গত সপ্তাহের মতো এবারও চ্যানেল টপার হতে পারল না মিঠাইরানি। বরং জি বাংলার সেরা ধারাবাহিকের তালিকায় দুই থেকে তিন নেমে গেল মোদক পরিবার। 

এই সপ্তাহেও টিআরপি তালিকায় ‘লালঝুরি’ ঝড় অব্যাহত। গত সপ্তাহের মতো এবারও বেঙ্গল টপার স্টার জলসার ‘ধুলোকণা’। প্রাপ্ত নম্বর ৮.৪। শীর্ষস্থান ধরে রাখলেও নম্বর কমেছে এই ধারাবাহিকেরও। সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (৭.৭)। হ্যাঁ, ‘লক্ষ্মী কাকিমা’র দিদি নম্বর ১-এর যুগলবন্দির জেরেই সিরিয়ালের টিআরপি চড়চড়িয়ে বেড়েছে। এই সপ্তাহে জি বাংলার সেরা লক্ষ্মী কাকিমা, একটু পিছিয়ে দু নম্বরে রয়েছে ‘গৌরী’। সার্বিক তালিকায় ‘গৌরী এলো’ রয়েছে তিন নম্বরে। 

চতুর্থস্থানের জন্য এই সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। একসঙ্গে তিনটি সিরিয়াল এইস্থানে রয়েছে। স্টার জলসার ‘গাঁটছড়া’ এবং ‘আলতা ফড়িং’ ও জি বাংলার ‘মিঠাই’ একই নম্বর নিয়ে (৭.২) এই স্থানটি ধরে রেখেছে। 

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা:

প্রথম- ধুলোকণা (৮.৪)

দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)

তৃতীয়- গৌরী এলো (৭.৩)

চতুর্থ- মিঠাই (৭.২)

গাঁটছড়া (৭.২)

আলতা ফড়িং (৭.২)

পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৬.৫)

ষষ্ঠ- মন ফাগুন (৬.১)

সপ্তম- উমা (৬.০)

বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)

অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৫.৯)

নবম- আয় তবে সহচরী (৫.৩)

            লালকুঠি (৫.৩)

           খেলনা বাড়ি (৫.৩)

দশম- উড়ন তুবড়ি (৪.৫)

এই সপ্তাহে সেরা ১০-এর তালিকায় মোট ১৫টি সিরিয়াল নাম লিখিয়েছে। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় ম্যাজিক দেখালো ছোট্ট বোধি। ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ সাত নম্বর স্থানে রয়েছে। অন্যদিকে বারবার স্লট বদল এবং রাত সাড়ে দশটার স্লটে পাঠিয়ে দেওয়ার পরেও ‘উড়ন তুবড়ি’ দারুণ ফল করেছে। এর জেরে সবার প্রশংসা কুড়োচ্ছে এই ধারাবাহিক। 

 

 

 

10:30 PM : বৌমা একঘর (২.৮) | উড়ন তুবড়ি (৪.৫)

11:00 PM : জয় গোপাল (১.৭) | শিশু ভোলানাথ (২.৫)

বন্ধ করুন