চলতি সপ্তাহে বাজিমাত করল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি। জি-এর টপার দুই মেগা ফুলকি আর নিম ফুলের মধু-কে হারিয়ে সোজা উঠে এল ১ নম্বরে। ৭.০ পেয়েছে জলসার এই ধারাবাহিক। দ্বিতীয় নম্বর যৌথভাবে দখল করেছে ফুলকি আর নিম ফুলের মধু। গত সপ্তাহেও টপে ছিল পর্ণা-সৃজনরা। তবে এবার নেমে এল দুই নম্বরে। বরং ফুলকি নম্বর বাড়িছে, চার নম্বর থেকে এল ২-তে, ৬.৮ রেটিং পেয়ে।
তিন নম্বর স্থান ধরে রেখেছে স্টার জলসার কথা (৬.৬) আর একই চ্যানেলের উড়ান (৬.৫) চার নম্বরে। পাঁচ নম্বর স্থানেও যৌতভাবে অবস্থান করছে জি বাংলার দুটি মেগা। কোন গোপনে মন ভেসেছে আর জগদ্ধাত্রী পেয়েছে ৬.৪ রেটিং।
দেখে নিন টিআরপিতে সেরা ১০-এর তালিকা:
প্রথম: গীতা LLB (৭.০)
দ্বিতীয়: ফুলকি/ নিম ফুলের মধু (৬.৮)
তৃতীয়: কথা (৬.৬)
চতুর্থ: উড়ান (৬.৫)
পঞ্চম: কোন গোপনেমন ভেসেছে/ জগদ্ধাত্রী (৬.৪)
ষষ্ঠ: শুভ বিবাহ (৬.৩)
সপ্তম: রোশনাই (৬.০)
অষ্টম: বঁধূয়া (৫.৭)
নবম: মিঠিঝোরা (৫.৬)
দশম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)
নতুন শুরু হওয়া ধারাবাহিকের মধ্যে সেরা দশে আপাতত রয়েছে উড়ান, শুভ বিবাহ, ডায়মন্ড দিদি জিন্দাবাদ, রোশনাই। তবে পুবের ময়না, মালাবদল সেভাবে নিজের পায়ের তলার জমি শক্ত করতে পারছে না। অন্য দিকে, তুমি আশেপাশে থাকলে-র শেষ সপ্তাহের টিআরপি এল এবারে। আর রেটিং পেয়েছে ২.৪।
আরও পড়ুন: ‘বুদ্ধমামা বলতাম, ওঁর কাছে বকাও খেয়েছি!’, বুদ্ধদেবের মৃত্যুতে শোকজ্ঞাপন উষসীর
বর্তমানে জি বাংলার দুই মেগাতে দেওয়া হয়েছে ৪৫ মিনিটের স্লট। যার মধ্যে রয়েছে মিঠিঝোরা আর মালাবদল। এরমধ্যে মিঠিঝোরা বেশ ভালো নম্বর তুলছে। সপ্তাহে ৫ দিন সম্প্রচার হয়েও, স্লট ছিনিয়ে নিয়েছে স্টার জলসার কাছ থেকে। অনুরাগেরছোঁয়া আর হরগৌরী পাইস হোটেলের প্রথম ১৫ মিনিট আসে ওই সময়তে।
আরও পড়ুন: ‘আপনি চলে গিয়ে বেঁচে গেছেন…’! পিতৃহারা কমরেডরা, মন খারাপের পোস্ট শ্রীলেখার
তবে হরগৌরী পাইস হোটেল আর চিনি-র যুগলবন্দি আরও খারাপ। নম্বর তুলছে মাত্র ৩.৩। সেই স্লটে জি বাংলায় আসা চিনির রেটিং ৩.৬।
আপাতত নন ফিকশনে জি বাংলাকে সবচেয়ে ভালো নম্বর দিচ্ছে সারেগামাপা, পাচ্ছে টিআরপি রেটিং ৫.৯। অন্য দিকে, দিদি নম্বর ১-এর সানডে ধামাকা-র নম্বর ৫.৩। দুপুরে আসা কুকিং শো রন্ধনে বন্ধন নম্বর তুলেছ মাত্র ০.৯।