আরজি কর কাণ্ডের জেরে চারিদিকে অস্থির পরিস্থিতি। মন খারাপের মেঘ জমেছে মনে। বাংলা সিরিয়ালেও তার প্রভাব পড়েছে। এর মাঝেই বৃহস্পতিবার সামনে এল টিআরপি তালিকা। যা দেখে হতাশ জি বাংলা ভক্তরা। এই সপ্তাহে প্রথম দু-য়ের লড়াইতেই থাকতে পারল না চ্যানেল।
গত কয়েক দিন ধরেই ফুলকিতে পারোমিতার বিয়ে নিয়ে হুলুস্থূল কাণ্ড। সব বাধা পেরিয়ে অংশুমানের সঙ্গে বিধবা বৌদির দ্বিতীয় বিয়ে দিতে সফল রোহিত-ফুলকি। কিন্তু তা সত্ত্বেও টিআরপি তালিকায় আরও একধাপ নেমে গেল ফুলকি। প্রাপ্ত নম্বর ৭.১। নিম ফুলের মধুর অবস্থা তো আরও খারাপ। সোজা পাঁচ নম্বরে নেমে গেছে সৃজন-পর্ণা। সংগ্রহে নম্বর ৬.৪। বস অভিমন্যুকে বিয়ে করার পর্ণার হঠকারি সিদ্ধান্ত, এবং সেই বিয়ে আটকে বরের পিঁড়িতে বসবার সৃজনের প্রয়াস- আপতত সেই নিয়েই এগোচ্ছে এই মেগা।
গীতার বাঁধভাঙা জনপ্রিয়তার জেরে হিন্দিতেও রিমেক তৈরি হয়েছে এই মেগার। চলতি সপ্তাহে কথা-কে হটিয়ে এক নম্বরে উঠে এল গীতা এলএলবি (৭.৫)। দু-নম্বরে জলসার অপর মেগা কথা (৭.৩)। চতুর্থ স্থানেও রয়েছে প্রতীক সেন ও রত্নাপ্রিয়ার উড়ান। অর্থাৎ এই সপ্তাহে প্রথম পাঁচের তিনটি মেগা স্টার জলসার।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- গীতা এলএলবি (৭.৫)
দ্বিতীয়- কথা (৭.৩)
তৃতীয়- ফুলকি (৭.১)
চতুর্থ- উড়ান (৬.৯)
পঞ্চম- নিম ফুলের মধু (৬.৪)
ষষ্ঠ- জগদ্ধাত্রী (৬.৩)
সপ্তম- রোশনাই (৬.১)
কোন গোপনে মন ভেসেছে (৬.১)
অষ্টম- শুভ বিবাহ (৬.০)
নবম- বঁধুয়া (৫.৪)
দশম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৩)
অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.৩)
জগদ্ধাত্রী এই সপ্তাহেও সেরা পাঁচে জায়গা না পেলেও নম্বর খানিক বেড়েছে। সঙ্গে টিআরপি তালিকায় এক ধাপ এগিয়েছে জ্যাস-স্বয়ম্ভূ। একই স্লটে থাকা রোশনাই এবং কোন গোপনে মন ভেসেছে আশ্চর্যজনকভাবে একই নম্বর পেয়ে রয়েছে সপ্তম স্থানে। তেজ-সুধার রোম্যান্সও খুব বেশি প্রভাব ফেলল না শুভ বিবাহ-র টিআরপি-তে।
তবে লম্বা সময় পর এই সপ্তাহে টিআরপি তালিকায় স্লট ফিরে পেল অনুরাগের ছোঁয়া। নতুন অধ্যায় শুরুর আগে যা বড় প্রাপ্তি টিমের কাছে। সেরা দশের একদম শেষে জায়গা করে নিয়েছে দিব্যজ্যোতি-স্বস্তিকার এই মেগা সিরিয়াল। যেখানে খুব শীঘ্রই যোগ দেবেন দিতিপ্রিয়া রায়।
এখনও, জি বাংলার দুটো ধারাবাহিক এখনও ৪৫ মিনিট ধরে সম্প্রচার হচ্ছে। সেই দুটি হল মিঠিঝোরা আর মালাবদল। এই সপ্তাহে টপ ১০-এ জায়গা হয়নি রাই-নীলুদের। অন্বেষার নতুন মেগা আনন্দী কোন স্লটে আসবে সেইদিকে চোখ সবার। ওদিকে টাটকা দুপুরে স্টার জলসার সঙ্গে এঁটে উঠতে পারছে না জি বাংলা। প্রমিত-গৌরবের কালজয়ী মেগা ‘বধূবরণ’-(১.৪) এর সামনে খাবি খাচ্ছে কাজল নদীর জলে (০.৯) এবং অমর সঙ্গী (১.২)। তবে ফ্যানেদের দাবি প্রায় ২৪ ঘণ্টা আগে ওটিটি প্ল্যাটফর্মে জি বাংলার মেগা এসে যাওয়ার জেরেই টেলিভিশনের রেটিং কমছে! আগামী দিনেও কি সেই ট্রেন্ড জারি থাকবে? চিন্তার ভাঁজ লয়্যাল ফ্যানেদের কপালে।