পুজোর রেশ কেটেছে, উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে মন খারাপ বাংলার। এর মাঝেই বিনোদন জগতের সকলে নিখাদ আনন্দ জুগিয়ে যাচ্ছেন দর্শককে। বৃহস্পতিবার সামনে এল টিআরপি-র রিপোর্ট কার্ড। সেই তালিকায় সকলকে চমকে দিয়ে বেঙ্গল টপার হল আর্য-অপর্ণা জুটি।
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে গত কয়েক দিনে যে সকল টুইস্ট এসেছে তার স্বাদ চেটেপুটে নিয়েছে সকলে। আর্য-অপর্ণার সম্পর্ককে ইতিমধ্য়েই স্বীকৃতি দিয়েছে পরিবার, সেটাই বড় পাওনা। এই সপ্তাহে ৬.১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে জি বাংলার চিরদিনই তুমি যে আমার। দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা। এক বছর আগে আজকের দিনেই সামনে এসেছিল এই মেগার প্রোমো। আর এক বছরের সফর শেষে সুপারহিট রায়ান-পারুল জুটি।
চলতি সপ্তাহে তাঁদের সংগ্রহে ৫.৯ নম্বর। তিন নম্বরে রয়েছে বর্তমানে বাংলা টেলিভিশনের চলতি সবচেয়ে পুরোনো মেগা জগদ্ধাত্রী। এই মেগার নম্বর ৫.৫। আশ্চর্যজনকভাবে এই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা তিন তো দূর অস্ত সেরা পাঁচেও জায়গা হয়নি জলসার রাণী ভবাণী বা আজকের নায়ক পরশুরামের।
টিআরপি লিস্টে চার নম্বরে রয়েছে জি বাংলারই ফুলকি (৫.৪)। জলসার চ্যানেল টপার রাঙামতি তীরন্দাজ (৫.৩)। যা সার্বিক লিস্টে রয়েছে পঞ্চম স্থানে।
এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা:
প্রথম- চিরদিনই তুমি যে আমার (৬.১)
দ্বিতীয়- পরিণীতা (৫.৯)
তৃতীয়- জগদ্ধাত্রী (৫.৫)
চতুর্থ- ফুলকি (৫.৪)
পঞ্চম- রাঙামতি (৫.৩)
ষষ্ঠ- পরশুরাম/ আমাদের দাদামণি (৫.১)
সপ্তম- রাণী ভবানী (৪.৭)
অষ্টম- কথা (৪.৫)
নবম- তুই আমার হিরো/লক্ষ্মী ঝাঁপি/ জোয়ার ভাঁটা (৪.৪)
দশম- চিরসখা (৪.৩)
চলতি সপ্তাহে ছ' নম্বরে রয়েছে পরশুরাম (৫.১)। 'দাদামণি' প্রতীকের সঙ্গে যৌথভাবে এই পজিশনে রয়েছে তৃণা এবং ইন্দ্রজিৎ-এর মেগা। রাণী ভবানী সোজা সাত নম্বরে নেমে গিয়েছে।
স্টার জলসার নতুন মেগা ভোলে বাবা পার করেগা সেভাবে সাড়া ফেলতে পারিনি। মধুমিতা, নীলের মতো প্রতিষ্ঠিত তারকা থাকা সত্ত্বেও মাত্র ২.৫ নম্বরেই আটকে রয়েছে এই মেগা সিরিয়াল। কুসুমের কাছে স্লট হারা ভোলে বাবা পার করেগা। আরও পড়ুন-‘দুর্গা’ ইধিকার হার জলসার কোয়েলের কাছে! TRP-তে পরশুরামকে হারাল জি বাংলার এই মেগা
নন ফিকশনের মধ্য়ে সারেগামাপা-র কথা না বললেই নয়। গানের এই রিয়েলিটি শোটি রেটিং এই সপ্তাহে উঠেছে ৩.৬। পুজোর সপ্তাহে নম্বর কমেছে সারেগামাপা-র।