আপাতত বাংলা সিরিয়ালের দর্শকরা বেশ অসন্তুষ্ট চ্যানেলের সিদ্ধান্ত নিয়ে। কারণ হাই টিআরপি-র শোকে স্লট পরিবর্তন করে, সেখানে নতুন ধারাবাহিক আনা হচ্ছে। এটা নিয়ে চলছে প্রতিবাদ জোর গলায় সোশ্যাল মিডিয়াতে। যার মধ্যে পয়লা নম্বরে আছে অবশ্যই নিম ফুলের মধু। কারণ যেদিন এই মেগার স্লট বদলের কথা ঘোষণা হয়, সেই সপ্তাহেই টপার ছিল এটি। সৃজন-পর্ণার মধ্যেকার কেমিস্ট্রি সেই প্রথম থেকে হিট। ১-৩-এ নিজের জায়গাও পাকা করে রেখেছিল। তারপরেও নিজেদের হোম প্রোডাকশনে তৈরি সিরিয়ালকে অকালে সরিয়ে দেয় জি বাংলা।
চলতি সপ্তাহে টিআরপির সাপ্তাহিক ফল থেকে দেখা গেল, স্লট বদলের প্রভাব পড়েছে বেশ ভালোভাবে। সোজা ৪ নম্বরে নেমে এসেছে পল্লবী আর রুবেলের ধারাবাহিক। টিআরপি রেটিং ৬.৭। আর টপার পজিশনে ফুলকি। ৭.৭ নম্বর পেয়ে কারও ধরাছোঁয়ার বাইরে। দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রীর সঙ্গে ব্যবধানও অনেকখানিই। চলতি সপ্তাহে জগদ্ধাত্রীর রেটিং ৭.০। আর তিনে রয়েছে স্টার জলসার গীতা এলএলবি। প্রাপ্ত রেটিং ৬.৭
বলে রাখা যাক, আরও একটি মেগা নিম ফুলের মধু-র সঙ্গে চার নম্বরে রয়েছে। আর তা হল কথা।
দেখুন টিআরপি-তে সেরা দশের তালিকা-
প্রথম: ফুলকি (৭.৭)
দ্বিতীয়: জগদ্ধাত্রী (৭.০)
তৃতীয়: গীতা এলএলবি (৬.৭)
চতুর্থ: নিম ফুলের মধু/ কথা (৬.৬)
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (৬.৪)
ষষ্ঠ: উড়ান (৬.১)
সপ্তম: রোশনাই/ আনন্দী (৫.৮)
অষ্টম: শুভ বিবাহ (৫.৭)
নবম: তেঁতুলপাতা, অনুরাগের ছোঁয়া+হরগৌরী পাইস হোটেল (৫.২)
দশম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)
আপাতত শুধু নিম ফুলের মধু নয়, আরও একটা মেগার স্লট বদল অথবা বন্ধ করার খবর আসছে। সেটা হল ডায়মন্ড দিদি জিন্দাবাদ। শোনা যাচ্ছে, আদৃত রায়ের কামব্যাক সিরিয়াল মিত্তির বাড়িকে জায়গা করে দিতে, এটার উপরেই নাকি কোপ পড়তে পারে। অনলাইনে তো বিশাল লেখালিখিও চলছে এই নিয়ে। রাত ৯টার মতো গুরুত্বপূর্ণ স্লট দিয়েই ফিরবেন জি-এর ঘরের ছেলে আদৃত।
যদিও জি-এর কাছে একটি অতিরিক্ত স্লট আছে। সেটি এখনও ব্যবহার করা হচ্ছে না। বরং প্রায় ৩ মাসেরও বেশি সময় ধরে রাত ৯.৩০ থেকে ১১.০০টার স্লটে মাত্র দুটো মেগা সম্প্রচারিত হয়, তা হল মালাবদল আর মিঠিঝোরা। আর অবাক করা ব্যাপার হল, টিআরপি-তে কেমন কামাল করে দেখাতে পারছে না একটিও। এই সপ্তাহে যেমন মিঠিঝোরা পেয়েছে ৪.৬ রেটিং। আর মালা বদলের প্রাপ্ত নম্বর তো আরও কম, মাত্র ৩.৫।