বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: সেরার দৌঁড়ে পিছিয়ে স্টার জলসা! ‘মিঠাই’ এবারেও ফার্স্ট, কোনওভাবে টিকে ‘খড়কুটো’

TRP List: সেরার দৌঁড়ে পিছিয়ে স্টার জলসা! ‘মিঠাই’ এবারেও ফার্স্ট, কোনওভাবে টিকে ‘খড়কুটো’

স্টার জলসার ধারাবাহিকের জনপ্রিয়তা আরও কমল। 

চলে এসেছে ধারাবাহিকের ফলাফল। কে হল প্রথম। আর সেরা দশ থেকে কেই বা গেল ছিটকে?

পরীক্ষার ফলাফল সামনে এল। মানে আপনার পছন্দের ধারাবাহিকের। কোন নায়িকা কাকে টেক্কা দিল, কার গল্পে বুঁদ হল দর্শক এখন সময় সেটাই জানার। এবারেও সেরা ‘মিঠাই’। মানে সৌমতৃষা আর অদৃতের কেমিস্ট্রি পয়লা নম্বরে। এই নিয়ে একটানা ৩৫ সপ্তাহ। এমনকী, গত সপ্তাহের চেয়ে রেটিং (১০.৮)ও বেড়েছে। ‘উমা’ আর ‘যমুনা ঢাকি’র টক্করও অব্যাহত। এবারে ‘উমা’ দ্বিতীয় স্থানে। আর সামান্য কম নম্বর পেয়ে তৃতীয় স্থানে সবার প্রিয় যমুনা। উমায় আপাতত জোর টুইস্ট। আলিয়া নিজের জায়গায় ক্রিকেট খেলাচ্ছে উমাকে দিয়ে। তাই তো দর্শকও চোখ ফেরাতে পারছে না ধারাবাহিক থেকে।

‘সর্বজয়া’ও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। দেবশ্রী রায়ের ধারাবাহিক কয়েক সপ্তাহ খারাপ রেটিং পেলেও ফের জায়গা করে নিচ্ছে প্রথম পাঁচে। তবে, এখনও ‘খড়কুটো’ নিয়ে দর্শক মনে অসন্তোষ কাটেনি। তাই তো গুগুন আর বাবিনের প্রেমও পড়তির দিকেই রয়ে গিয়েছে রেটিংয়ের মতো! একটুর জন্য টিকে গেছে সেরা দশে!

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

মিঠাই- ১০.৮ (প্রথম)

উমা- ৮.৬ (দ্বিতীয়)

যমুনা ঢাকি- ৮.৪ (তৃতীয়)

সর্বজয়া- ৮.৩ (চতুর্থ)

অপরাজিতা অপু- ৭.৮ (পঞ্চম)

খুকুমণি হোম ডেলিভারি- ৭.৮ (পঞ্চম)

রানি রাসমনি- ৭.৫ (ষষ্ঠ)

মন ফাগুন- ৬.৯ (সপ্তম)

কৃষ্ণকলি- ৬.৭ (অষ্টম)

খেলাঘর- ৬.৬ (নবম)

এই পথ যদি না শেষ হয়- ৬.৬ (নবম)

কড়িখেলা- ৬.৩ (দশম)

খড়কুটো- ৬.৩ (দশম)

শ্রীময়ী- ৬.৩ (দশম)

ধুলোকণা- ৬.৩ (দশম)

আপনার পছন্দের ধারাবাহিক কি আদৌ জায়গা পেল এবারের সেরা দশে! এক নজরে দেখতে গেলে ওভার অল পারফরমেন্সে এবারেও স্টার জলসাকে টেক্কা দিচ্ছে জি বাংলা। কারণ এবারে স্টার জলসার তিন ধারাবাহিক ‘খড়কুটো’, ‘শ্রীময়ী’, ‘ধুলোকণা’ সমান রেটিং পেয়ে কোনও রকমে জায়গা ধরে দশ নম্বরে।

নন ফিকশনে এবারে বাজিমাত ডান্স বাংলা ডান্সের (৬.২)। সামান্য পিছিয়ে দাদাগিরির (৬)। আরও কমল সুপার সিঙ্গারের রেটিং, ৩.৬!

বন্ধ করুন