চলতি সপ্তাহে বিশেষ করে নজর ছিল সিরিয়ালপ্রেমীদের। আর হবে নাই বা কেন, ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ আদৃত রায় যে ফিরেছেন প্রায় দেড় বছর পর সিরিয়ালে। মিত্তিরবাড়ির প্রথম টিআরপি-তে কেমন রেটিং ওঠে, সেদিকেই নজর ছিল অনুরাগীদের। তবে দেখা গেল টিআরপি তালিকায় সেভাবে কেল্লাফতে করতে পারল না মিত্তির বাড়ি। মাত্র ৫.৬ রেটিং পেয়ে আপাতত নবম স্থানে।
শুধু তাই নয়, চলতি সপ্তাহের আরেক বড় অঘটন হল টিআরপি টপারের স্থান থেকে ফুলকি-র হঠাৎই ছিটকে যাওয়া। আর আশ্চর্যজনকভাবে সোজা ১ থেকে নেমে এল ৪ নম্বরে। মাত্র ৬.৯ রেটিং তুলে। আপাতত বেঙ্গল টপার পজিশনে রয়েছে কথা। স্লট হারাল তো বটেই, রেটিং কমে জগদ্ধাত্রীও চতুর্থ স্থানে। গতবার এই মেগা ছিল দ্বিতীয় স্থানে।
এবার দ্বিতীয় স্থানে কোন গোপনে মন ভেসেছে। আর তিন নম্বরে যৌথভাবে গীতা এলএলবি ও পরিণীতা।
আরও পড়ুন: ‘এগুলো কোনোটাই ব্যাঙের ছাতা নয়…’, অরিজিৎকে নিয়ে আর কী বললেন অন্তরা মিত্র
দেখে নিন টিআরপি-তে সেরা দশের তালিকা:
প্রথম: কথা (৭.২)
দ্বিতীয়: কোন গোপনে মন ভেসেছে (৭.১)
তৃতীয়: গীতা এলএলবি/ পরিণীতা (৭.০)
চতুর্থ: ফুলকি/ উড়ান/ জগদ্ধাত্রী (৬.৯)
পঞ্চম: রাঙামতি তীরন্দাজ (৬.৬)
ষষ্ঠ: আনন্দী (৬.৪)
সপ্তম: তেঁতুলপাতা/ রোশনাই (৬.২)
অষ্টম: শুভবিবাহ (৬.০)
নবম: মিত্তির বাড়ি (৫.৬)
দশম: অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (১৫ মিনিট) (৫.৫)
একইসঙ্গে আলাদা করে উল্লেখ করার দাবি রাখে পরিণীতা ধারাবহিকও। নিম ফুলের মধু-র পার্শ্বচরিত্রে ছিলেন উদয় প্রতাপ সিং। আর সেই মেগাকে সরিয়ে উদয়কে নায়ক করে ধারাবাহিক আনয়, রুবেল-পল্লবীর অনুরগীরা বেশ কটাক্ষ করেছিল এই মেগা নিয়ে। কিন্তু দেখ যাচ্ছে ধীরে ধীরে পরিণীতা দিয়ে স্লট নিজের হাতে নিয়ে চলে এসেছে জি বাংলা। উড়ান পিছিয়েই গেল শেষমেশ।
এদিকে নিম ফুলের মধু-র হাল নতুন স্লটে গিয়ে আরও খারাপ হচ্ছে। এই সপ্তাহে মাত্র ৪.৯ রেটিং পেয়েছে। সদ্য গল্পে লম্বা লিপ নেবে ধারাবহিক। প্রায় ২০ বছর এগিয়ে যাবে গল্প। সিরিয়ালে এন্ট্রি নেবেন সোমু সরকার, রাজদীপ গোস্বামী। তখন কতটা অবস্থার উন্নতি হয়, সেটাই দেখার।
এবারে দিদি নম্বর ১ সানডে ধামাকা (৫.৪ রেটিং)-কে হারিয়ে নন ফিকশনে সেরা-র স্থান রয়েছে সারেগামাপা-র হাতে। টিআরপি উঠেছে ৫.৮।