সৌমিতৃষাহীন আদৃতকে কি দর্শক ওতোটাও পছন্দ করছেন না? প্রথম দু-সপ্তাহে আদৃতের কামব্যাক মেগার টিআরপি দেখে সেই প্রশ্নই দর্শক মনে। টিআরপি তালিকায় সেরা ৫-এ জায়গা পাওয়া তো দূর অস্ত, শুভবিবাহকে হারিয়ে স্লটই দখল করতে পারছে না জি বাংলার ‘মিত্তির বাড়ি’। অথচ সিরিয়ালে আদৃতের পাশাপাশি তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর ছড়াছড়ি, যা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ নির্মাতাদের। আরও পড়ুন-বিয়ের বছর ঘুরতেই প্রেগন্যান্ট শ্রীপর্ণা? মাতৃত্বের পরিকল্পনা নিয়ে জবাব ‘কড়িখেলা’ নায়িকার
ওদিকে এই সপ্তাহেও ফুলকি-কে হারিয়ে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে নিল কথা। এভি আর কথার টানটান রসায়ন এই সিরিয়ালের সাফল্যের অন্যতম কারণ। সেই কেমিস্ট্রিতে ভর করেই ৭.৫ নম্বর নিয়ে এক নম্বরে স্টার জলসার এই মেগা। ওদিকে গুলিবিদ্ধ নায়িকার প্রাণ সংশয়ে, সেই ধামাকা প্রোমো ইতিমধ্যেই সামনে এসেছে। তাই আগামী সপ্তাহেও সিংহাসন থেকে কথাতে সরানো সহজ হবে না।
দ্বিতীয়স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে চারটি মেগা সিরিয়াল। জলসার গীতা এলএলবি, উড়ান এবং জি বাংলার পরিণীতা ও ফুলকি ৭ নম্বর পেয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে। যা বেশ আশ্চর্যের। উল্লেখ্য, রাত ৮টার স্লটের দুই মেগারই নম্বর এক। ওদিকে বউ-ভাগ্য দারুণ কাজ করল ঋত্বিকের জন্য। সদ্যই বাস্তবে বিয়েটা সেরে ফেলেছেন আনন্দীর নায়ক। আর এই সপ্তাহে সোজা ৩ নম্বরে উঠে এসেছে এই মেগা। সংগ্রহে ৬.৮ নম্বর। একই রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে জগদ্ধাত্রী।
চতুর্থ স্থান যৌথভাবে দখল করেছে অনিকেত-শ্যামলীর কোন গোপনে মন ভেসেছে এবং জলসার রাঙামতী তিরন্দাজ। এই সপ্তাহে টিআরপি তালিকায় চমক দেখালো শুভলক্ষ্মী আর আদৃত। হ্যাঁ, বাস্তবের আদৃত প্রথম পাঁচে জায়গা না পেলেও পর্দার আদৃত কিন্তু সেই কামাল করে দেখাল। রাজ চক্রবর্তী প্রোডাকশনের নতুন মেগা গৃহপ্রবেশ ৬.৪ নম্বর নিয়ে পঞ্চম স্থান দখল করেছে। স্বভাবতই খুশি ঊষসী রায়ের ভক্তরা। নায়িকার কামব্যাক মেগা কিন্তু শুরুতেই কোন গোপনে মন ভেসেছেকে কড়া টক্কর দিল। নম্বরের ব্যবাধানও মাত্র উনিশ-বিশের।
এক নজরে সেরা ১০-এর তালিকা:
প্রথম- কথা (৭.৫)
দ্বিতীয়- গীতা এলএলবি/ ফুলকি/ পরিণীতা/ উড়ান (৭.০)
তৃতীয়- আনন্দী/ জগদ্ধাত্রী ৬.৮
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে/ রাঙামতি তীরন্দাজ (৬.৭)
পঞ্চম- গৃহপ্রবেশ (৬.৪)
ষষ্ঠ- তেঁতুলপাতা (৬.২)
সপ্তম- শুভ বিবাহ (৬.১)
অষ্টম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.৯)
নবম- মিত্তির বাড়ি (৫.৩)
দশম- নিম ফুলের মধু (৫.১)
মিত্তির বাড়ি যে শুধু স্লটহারা তাই নয়, শুভবিবাহের (৬.১)-এর সঙ্গে ব্যাবধানও প্রায় ০.৮ নম্বরের। শেষ সপ্তাহে ডোনা-অয়ন শুভবিবাহকে হারিয়ে দিয়েছিল, তবে সুধা-তেজ এখন প্রতিপক্ষের থেকে বেশ খানিকটা আগে। স্লট বদলের পর থেকেই একটু একটু করে কমছে নিম ফুলের মধুর নম্বর। জেনারেশন লিপ এসেছে, পর্ণার পাশাপাশি এখন ফোকাস তাঁর কন্যে পুঁটি অর্থাৎ সোমু সরকার। এই চমকে ভর করে কি পুরোনো ফর্মে ফিরতে পারবে এই মেগা? উঠছে প্রশ্ন।