বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP তালিকা: ফের ব্যর্থ মিঠাই! গাঁটছড়া না মন ফাগুন, শীর্ষস্থান দখল করল কে?

TRP তালিকা: ফের ব্যর্থ মিঠাই! গাঁটছড়া না মন ফাগুন, শীর্ষস্থান দখল করল কে?

মিঠাই এবার কোন স্থানে? 

খড়ি আর ঋদ্ধিমানের জটিল বিয়ের গল্পে এখন মন মজেছে বাংলার। পাত্তা পাচ্ছে না মিঠাই রানি! 

ফের একবার হতাশ মিঠাই ভক্তরা। চলতি সপ্তাহে আবারও একবার শীর্ষস্থান হাতছাড়া হল মোদক পরিবারের। পুরোনো সিংহাসন ফিরে পেতে মরিয়া ছিল টিম ‘মিঠাই’। এমনকি গত এক বছরে যা ঘটেনি সেটাও ঘটে গিয়েছে…. পাহাড়ে সিদ্ধার্থ-মিঠাইয়ের জমজমাট প্রেমকে বাজি রেখেছে নির্মাতারা। কিন্তু তবুও খড়ি আর পিহুর ম্যাজিকের সামনে হার মানতে হল তুফান মেল আর উচ্ছেবাবুকে। যদিও গত সপ্তাহের তুলনায় নম্বর আর পজিশন দুটোই শুধরেছে টিম ‘মিঠাই’-এর। 

এই সপ্তাহে ফের একবার বেঙ্গল টপার ‘গাঁটছড়া’। ৯.৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম শোলাঙ্কি-গৌরবের এই সিরিয়াল। উনিশ-বিশের ফারাকে দ্বিতীয় 'মন ফাগুন'। ৯.৬ পয়েন্ট সংগ্রহে শন-সৃজলা অভিনীত এই ধারাবাহিকের। পঞ্চম স্থান থেকে এগিয়ে তৃতীয় মিঠাই। প্রাপ্ত নম্বর ৯.৪, অর্থাত্ মাত্র ০.৩ পয়েন্টের জন্য শীর্ষস্থান ফিরে পেতে ব্যর্থ হয়েছে মোদক পরিবার। চলতি সপ্তাহে যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে ‘আলতা ফড়িং’ ও ‘আয় তবে সহচরী’। পাঁচ নম্বরে রয়েছে ‘ধুলোকণা’। অন্যদিকে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ প্রত্যাশামতোই প্রথম সপ্তাহে ভালো রেজাল্ট করল। সেরা পাঁচের লড়াইয়ে খুব বেশি পিছিয়ে নেই দিব্যজ্যোতি-স্বস্তিকা। 

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা-

গাঁটছড়া- ৯.৭ (প্রথম)

মন ফাগুন- ৯.৬ (দ্বিতীয়)

মিঠাই- ৯.৪ (তৃতীয়)

আলতা ফড়িং- ৯.১ (চতুর্থ)

আয় তবে সহচরী- ৯.১ (চতুর্থ)

ধুলোকণা- ৮.৭ (পঞ্চম)

অনুরাগের ছোঁয়া- ৮.২ (ষষ্ঠ)

উমা- ৭.৪ (সপ্তম)

খুকুমণি হোম ডেলিভারি- ৭.৩ (অষ্টম)

পিলু- ৭.৩ (অষ্টম)

যমুনা ঢাকি- ৭.০ (নবম)

অপরাজিতা অপু- ৬.৬ (দশম)

চলতি সপ্তাহে এক বিরাট অঘটন ঘটল টিআরপি তালিকায়। চলতি সিজনে প্রথমবার দাদাগিরি হেরে গেল ‘সুপার সিঙ্গার’দের কাছে। জি বাংলার অন্যতম হিট গেম শো এই সপ্তাহে ৫.৮ নম্বর পেয়েছে, ০.১ পয়েন্টের ফারাকে এগিয়ে থাকল জলসার ‘সুপার সিঙ্গার ৩’। 

বন্ধ করুন