বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP তালিকা: সেরার মুকুট ফের হাতছাড়া ‘মিঠাই’-এর! বড়সড় চমক টিআরপি তালিকায়

TRP তালিকা: সেরার মুকুট ফের হাতছাড়া ‘মিঠাই’-এর! বড়সড় চমক টিআরপি তালিকায়

লড়াইয়ে ফিরল মিঠাই

‘গাঁটছড়া’ ফের বেঙ্গল টপার। লক্ষ্মী কাকিমা কেমন রেজাল্ট করল প্রথম সপ্তাহে? 

মিঠাই রানি-র রাজত্বের দিন তবে কি শেষ? এই প্রশ্নেই এখন নাজেহাল ‘মিঠাই’ ভক্তরা। এই নিয়ে একটানা তিন সপ্তাহ প্রথম স্থান হাতছাড়া হল মোদক পরিবারের। পাহাড়ে মিঠাই-সিদ্ধার্থের জমজমাট প্রেমপর্বও কাজে এল না। তুফানমেলকে ‘আই লাভ ইউ’ বলে দিয়েছে উচ্ছেবাবু। কিন্তু তাতে বিশেষ ফারাক এল না টিআরপি তালিকায়। ঋদ্ধিমান- খড়ির অসুখী দাম্পত্যের ঝলকেই এখন মন মেজেছে বাংলার। তাই তো টিআরপি তালিকায় এখন রাজত্ব ‘গাঁটছড়া’র। ১০.২ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম ‘গাঁটছড়া’, অন্যদিকে ৯.৪ রেটিং পয়েন্ট নিয়ে দু-নম্বরে থাকল মিঠাই। তবে মিঠাই একা নয়, দ্বিতীয়স্থানে রয়েছে ‘মন ফাগুন’ও। 

স্টার জলসার নতুন সিরিয়ালগুলির এখন বাজার সুপারহিট। ‘আলতা ফাড়িং’ও এক চুল পিছিয়ে তিন নম্বর স্থান দখল করেছে। প্রাপ্ত নম্বর ৯.৩। চতুর্থ ও পঞ্চম স্থানেও স্টার জলসার দুই মেগা- ‘ধুলোকণা’ (৯.০) ও ‘আয় তবে সহচরী’ (৮.১)। 

এক নজরে সেরা ১০-এর তালিকা-

গাঁটছড়া- ১০.২ (প্রথম)

মিঠাই- ৯.৪ (দ্বিতীয়)

মন ফাগুন- ৯.৪ (দ্বিতীয়)

আলতা ফড়িং- ৯.৩ (তৃতীয়)

ধুলোকণা- ৯.০ (চতুর্থ)

আয় তবে সহচরী-  ৮.৮ (পঞ্চম)

অনুরাগের ছোঁয়া- ৮.১ (ষষ্ঠ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৯ (সপ্তম)

উমা- ৭.৬  (অষ্টম)

খুকুমণি হোম ডেলিভারি- ৭.৪ (নবম)

পিলু- ৭.২ (দশম)

জি বাংলায় সদ্য শুরু হয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। প্রথম সপ্তাহে ৭.৯ পয়েন্ট নিয়ে সপ্তাম স্থানে থাকল অপরাজিতা আঢ্য, শার্লি মোদক অভিনীত এই মেগা। নন-ফিকশন বিভাগে ‘সুপার সিঙ্গার’কে ফের টপকে গেল ‘দাদাগিরি’। এই সপ্তাহে ‘দাদাগিরি’র দখলে থাকল ৫.৭ রেটিং পয়েন্ট, ০.২ পয়েন্ট পিছিয়ে রয়েছে ‘সুপার সিঙ্গার ৩’। 

 

বন্ধ করুন