বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP তালিকা: শীর্ষস্থানে ‘গাঁটছড়া’,কমলো মিঠাইয়ের নম্বর! সেরা পাঁচে নেই মন ফাগুন

TRP তালিকা: শীর্ষস্থানে ‘গাঁটছড়া’,কমলো মিঠাইয়ের নম্বর! সেরা পাঁচে নেই মন ফাগুন

ফের কমলো মিঠাইয়ের নম্বর

লক্ষ্মী কাকিমার আগমনে চাপে পড়ে গেল ঋষি-পিহু। 

সময়টা বড্ড খারাপ যাচ্ছে মিঠাই রানি-র। হারানো মুকুট কিছুতেই ফিরে পাচ্ছে না সে। চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে ফের কমলো জি বাংলার ‘মিঠাই’-এর নম্বর। এক ধাপ নীচেও নামলো মোদক পরিবার। শুধু তাই নয়, চলতি সপ্তাহে টিআরপি তালিকায় খারাপ ফল ‘মন ফাগুন’-এরও। সেরা পাঁচে জায়গা হল না শন-সৃজলার এই ধারাবাহিকের, লক্ষ্মী কাকিমার চাপে পড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহেই সেরা পাঁচে জায়গা করে নিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (৮.২)। 

চলতি সপ্তাহেও পয়লা স্থান নিজের দখলে রাখল খড়ি-ঋদ্ধিমানরা। ১০.২ পয়েন্ট নিয়ে শীর্ষে ‘গাঁটছড়া’। অন্যদিকে ৯.৫ নম্বর নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল ‘আলতা ফড়িং'। একটু পিছিয়ে তিন নম্বরে মিঠাই (৯.১)। গত সপ্তাহের চেয়ে ০.৩ নম্বর কমেছে এই সিরিয়ালের। লালন-ফুলঝুরির ‘ধুলোকণা’ এই সপ্তাহে থাকল চার নম্বর স্থানে। অন্যদিকে সহচরীর সঙ্গে যৌথভাবে পঞ্চমস্থান দখল করেছে লক্ষ্মী কাকিমা।

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা: 

গাঁটছড়া- ১০.২ (প্রথম)

আলতা ফড়িং- ৯.৫ (দ্বিতীয়)

মিঠাই- ৯.১ (তৃতীয়)

ধুলোকণা- ৮.৩ (চতুর্থ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৮.২ (পঞ্চম)

আয় তবে সহচরী- ৮.২ (পঞ্চম)

মন ফাগুন- ৮.১ (ষষ্ঠ)

অনুরাগের ছোঁয়া- ৭.৭ (সপ্তম)

খুকুমণি হোম ডেলিভারি- ৭.৩ (অষ্টম)

উমা- ৭.২ (নবম)

পিলু- ৭.১ (দশম)

 

বন্ধ করুন