বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: টপে এল নিম ফুলের মধু টিআরপি বাড়িয়ে, সেরার জায়গা খোয়াল নাকি অনুরাগের ছোঁয়া?

TRP List: টপে এল নিম ফুলের মধু টিআরপি বাড়িয়ে, সেরার জায়গা খোয়াল নাকি অনুরাগের ছোঁয়া?

অনুরাগের ছোঁয়া না নিম ফুলের মধু, কার টিআরপি বেশি?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় রয়েছে বড় চমক। সব একেবারে উলট-পালট। মিঠাই থেকে গাঁটছড়া, অনুরাগের ছোঁয়া থেকে পঞ্চমী-রাঙা বউ, গৌরী এলো-- দেখে নিন কে কোথায়!

প্রথমেই দিয়ে রাখি বিধিবদ্ধ সতর্কীকরণ। কেউ টিআরপি নম্বর দেখে যেন ভিড়মি খাবেন না যেন। এই সপ্তাহে নম্বর এত খারাপ, কারণ বেশ কিছুদিন বন্ধ ছিল স্টার জলসা, জি বাংলা। তাই ঘরে ঘরে মা-বোনেরা যেমন বিপদে পড়েছেন। তেমনই সিরিয়ালগুলোর বিপদও কিছু কম নয়। 

তবে এসবের মাঝেও নিজের লড়াই চালিয়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়া। পাহাড় প্রমাণ নম্বরের পার্থক্য দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিকের থেকে। সূর্য-দীপা আবার বর্তমানে দার্জিলিংয়ে। পরের সপ্তাহেও তাই কেউ ধারেকাছে আসতে পারবে না। আউটডোর এপিসোড এমনিতেই দেখতে পছন্দ করে দর্শক। আরও পড়ুন: ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন গৌরী খান, শাহরুখের বউ-এর নামে দায়ের হল এফআইআর

এবার দিয়ে ফেলি দ্বিতীয় চমক। সেটা হল বহু মাস বাদে জগদ্ধাত্রী সরে গেল দু নম্বর থেকে। সেই জায়গায় উঠে এল নিম ফুলের মধু। গত সপ্তাহেও ছিল চার নম্বর পজিশনে। বাবু আর বাবুর মা আর পর্ণার রসায়ন একেবারে জমে ক্ষীর। তিনে রয়েছে জগদ্ধাত্রী। আর তার ঠিক পরেই খেলনা বাড়ি। আজকাল তো আবার এই মেগায় ভূত আসছে। সামনের সপ্তাহগুলোতে টিআরপি চড়চড় করে বাড়লেও তাই অবাক হওয়ার জায়গা থাকবে না! সেই হিসেবে কিন্তু খারাপ হাল গৌরী এলো-র। গত সপ্তাহেও তিন নম্বরে থাকা ধারাবাহিক এই সপ্তাহে পাঁচে। আরও পড়ুন: সোশ্যাল পোস্টে অশালীন মন্তব্য! ক্ষোভপ্রকাশ সায়ন্তিকার, পাশে দাঁড়ালেন মিমি

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৭.০)

দ্বিতীয়- নিম ফুলের মধু (৫.৯)

তৃতীয়- জগদ্ধাত্রী (৫.৮)

চতুর্থ- খেলনা বাড়ি (৫.৭)

পঞ্চম- গৌরী এলো (৫.৬)

ষষ্ঠ- রাঙা বউ (৫.৪)

সপ্তম- মিঠাই (৫.০)

অষ্টম- পঞ্চমী (৪.৭)

নবম- মেয়েবেলা/ বাংলা মিডিয়াম (৪.৫)

দশম- গাঁটছড়া/ এক্কা দোক্কা (৪.৪)

যতটা আশা জাগিয়ে শুরু হয়েছিল ঠিক ততটা ফল দিতে পারল না বাংলা মিডিয়াম আর পঞ্চমী। বাংলায় নাগিন হিট হবে বলে আশা করা গেলেও, বোঝা যাচ্ছে তা হয়নি। এদিকে বাংলা মিডিয়াম দিয়ে তো ফিরেছিল টিভির একসময়ের হিট জুটি তিয়াসা আর নীল। কিন্তু টিআরপি-তে সেভাবে প্রভাব ফেলতে আর পারল কই। 

জি টিভিতে খুব জলদি আসবে ব্লুজ প্রোডাকশনের নতুন মেগা। ইতিমধ্যেই তিন নায়ক ও তিন নায়িকাকে নিয়ে সেই ধারাবাহিকের প্রথম ঝলক এসেছে প্রকাশ্যে। মনে করা হচ্ছে হয় এটি সোহাগ জল বা তোমার খোলা হওয়ার জায়গা নেবে। টপে থাকা অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে স্বস্তিকার ধারাবাহিকের জায়গা নেওয়ার সম্ভাবনাই বেশি। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন