বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP তালিকা: আরও কমল ‘মিঠাই’-এর নম্বর, সেরার সেরা ‘গাঁটছড়া’, কামাল ‘ধুলোকণা’র

TRP তালিকা: আরও কমল ‘মিঠাই’-এর নম্বর, সেরার সেরা ‘গাঁটছড়া’, কামাল ‘ধুলোকণা’র

এবারেও সেরা ‘গাঁটছড়া’, নম্বর আরও কমল ‘মিঠাই’য়ের!

কেমন ফল করল নতুন মেগা গৌরী এল?

টিআরপি তালিকায় বড় রদবদল। এক অভাবনীয় ফলাফল যেন হাতে আসল এই সপ্তাহে। জি বাংলার ‘মিঠাই’ গত সপ্তাহেও সেরা তিনে নিজের জায়গা ধরে রাখতে সফল হয়েছিল ‘মিঠাই’। তবে এবার তাঁকে নেমে যেতে হল চার নম্বরে ৮.৬ রেটিংয়ের সাথে। এবারেও সেরা ‘গাঁটছড়া’, গত সপ্তাহের থেকে নম্বর বেড়েছে তাঁর। ভালো ফল করেছে মানালীর ‘ধুলোকণা’ও। জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। 

বিগত কয়েক সপ্তাহ ধরেই পয়লা স্থান নিজেদের স্থান দখলে রাখছে খড়ি-ঋদ্ধিমানরা। বলা ভালো ঝোড়ো ব্যাটিং করে একপ্রকার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছে নিজেদেরকে। টিআরপি-র নম্বরে অনেকটাই পিছিয়ে দিবিতীয় স্থানে থাকা ‘ধুলোকণা’। এবারেও দর্শক মনে সেভাবে জায়গা করতে পারেনি ‘মন ফাগুন’। তাই জায়গা হয়নি সেরা পাঁচে। উমা আর পিলুও কোনও রকমে ধরে রাখল নিজেদের জায়গা সেরা দশে। 

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা:

গাঁটছড়া- ১০.৩ (প্রথম)

ধুলোকণা- ৯.৩ (দ্বিতীয়)

আলতা ফড়িং- ৯.১ (তৃতীয়)

মিঠাই- ৮.৬ (চতুর্থ)

আয় তবে সহচরী- ৮.৩ (পঞ্চম)

অনুরাগের ছোঁয়া- ৮.১ (ষষ্ঠ)

মন ফাগুন- ৮.১ (ষষ্ঠ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৯ (সপ্তম)

গৌরী এল-৭.৯ (সপ্তম)

খুকুমণি হোম ডেলিভারি- ৭.৫ (অষ্টম)

উমা- ৭.২ (নবম)

পিলু- ৬.৯ (দশম)

বন্ধ করুন