বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP: মিঠাই-এর ফল এত খারাপ! ধুলোকণা নেমে এল তিন নম্বরে, গাঁটছড়া আছে তো ১ নম্বরে?

TRP: মিঠাই-এর ফল এত খারাপ! ধুলোকণা নেমে এল তিন নম্বরে, গাঁটছড়া আছে তো ১ নম্বরে?

টিআরপি তালিকায় সেরা গাঁটছড়া। সোজা পাঁচে নেমে এল মিঠাই। 

ফের একবার টিআরপি তালিকায় পতন হল মিঠাই-য়ের। আগের সপ্তাহেও চার নম্বরে ছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে চলে এল সোজা পাঁচে। 

চলতি সপ্তাহে মিঠাই-এর ফলাফল আরও খারাপ। চার থেকে পাঁচ নম্বরে নেমে এল মিঠাই। মনোহরার হাত বদল সেভাবে জায়গা করতে পারেনি দর্শক মনে। সেটার আঁচ পাওয়া গিয়েছিল আগের সপ্তাহেই। এই সপ্তাহেও প্রথম স্থানে গাঁটছড়া। ভট্টাচার্য পরিবারে রাহুল-কিয়ারার পর্দা ফাঁসের টানাপোড়েন মন কাড়ছে দর্শকদের। তবে এই সপ্তাহের চমক নিসন্দেহে আলতা ফড়িং। ব্যাঙ্কবাবু জেলে। ফড়িং পালি ম্যাডামের রহস্য ফাঁস করে বাইরে আনবে বরকে। মানে বেশ একটা টানটান উত্তেজনা। আর তার জেরে চলে এসেছে দুই নম্বরে। 

ধুলোকণায় চড়ুইয়ের মা চান্দ্রেয়ীর পরদা ফাঁস করে দিয়েছে ফুলঝুরি। গোটা বাড়ি জেনে গিয়েছে লালনকে জলে ডুবিয়ে মারার পিছনে রয়েছে ওরই হাত। এদিকে জ্ঞান ফিরছে লালনেরও। 

অনুরাগের ছোঁয়াতে সূর্য এখনও সন্দেহ করছে বউ দীপাকে। যেভাবে প্রেগন্যান্ট বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে সে তা নজর এড়ায়নি বাড়ির কারওরই। যদিও মনের মধ্যে কী চলছে তা মুখ ফুটে বলছে না। এদিকে ক্রমাগত চেষ্টা চালানো হচ্ছে দীপাকে খুন করার। ফলত আরও বেশি দর্শককে টানছে স্টার জলসার এই ধারাবাহিকও। 

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

প্রথম- গাঁটছড়া (৮.৪)

দ্বিতীয়- আলতা ফড়িং (৭.৮)

তৃতীয়- ধুলোকণা (৭.৬) 

চতুর্থ- গৌরী এলো (৭.৩)

পঞ্চম- মিঠাই (৬.৬)

ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া (৬.৪), জগদ্ধাত্রী (৬.৪)

সপ্তম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)

অষ্টম- সাহেবের চিঠি (৬.২)

নবম-খেলনা বাড়ি (৫.৯)

দশম- মাধবীলতা (৫.৭)

 নতুন শুরু হওয়া ধারাবাহিকের মধ্যে বেশ ভালো ফল করল জগদ্ধাত্রী, সাহেবের চিঠি, খেলনা বাড়ির। 

বন্ধ করুন