বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP Non Fiction: গ্র্যান্ড ফিনালের কামাল! টিআরপি বাড়ল দেবের, রচনাকে টেক্কা অপরাজিতা-ইন্দ্রাণীর

TRP Non Fiction: গ্র্যান্ড ফিনালের কামাল! টিআরপি বাড়ল দেবের, রচনাকে টেক্কা অপরাজিতা-ইন্দ্রাণীর

টিআরপি তালিকায় কে কোথায়? 

TRP Non Fiction: নতুন বছরেও দিদির জয়গান জারি, এই সপ্তাহেও নন-ফিকশনে সেরার মুকুট উঠল সেই রচনার মাথায়। বাকিরা কে কোথায়? 

ফিকশনে এক নম্বর স্থান দখলে রেখেছে স্টার জলসা। ‘অনুরাগের ছোঁয়া’ এই সপ্তাহেও বেঙ্গল টপার। তবে নন-ফিকশনে কিন্তু সেরার আসন ধরে রাখল জি বাংলা। সৌজন্যে ‘দিদি নম্বর ১’। নতুন বছরে জি বাংলায় শুরু হয়েছে ‘ঘরে ঘরে জি বাংলা’। গৃহিণীদের নিয়ে আরও একটি নতুন গেম শো। যদিও তাতে ‘দিদি নম্বর ১’-এর জনপ্রিয়তায় কিন্তু মোটেই ভাটা আসেনি। যদিও ভবিষ্যতে রচনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তেমন আভাস মিলল। 

এই সপ্তাহে নন-ফিকশনে প্রথম ‘দিনি নম্বর ১-এর সানডে ধামাকা’ এপিসোড। ৬.৩ রেটিং পয়েন্ট রয়েছে এই এপিসোডের ঝুলিতে। অন্যদিকে প্রথম সপ্তাহেই ‘ঘরে ঘরে জি বাংলা’-র ঝুলিতে গেল ১.৬ নম্বর। ‘রান্নাঘর’-এর চেয়ে নম্বর বাড়াতে সফল হয়েছে ইন্দ্রাণী-অপরাজিতা জুটি। অন্যদিকে গ্র্যান্ড ফিনালে রাউন্ডে ‘ডান্স ডান্স জুনিয়র’ দুর্দান্ত ফল করল। 

গত সপ্তাহের আগে পর্যন্ত সপ্তাহান্তে রাত সাড়ে ৯টার স্লটে মুখোমুখি টেক্কা স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র ৩’ এবং ‘সারেগামাপা’র। ৩১শে ডিসেম্বর ও ১লা জানুয়ারি সম্প্রচারিত হয়েছে জলসার ডান্স রিয়ালিটি শো-এর ফিনালে। আর সেই দুই এপিসোডের ঝুলিতে গিয়েছে ৫.৪ নম্বর। সদ্য সমাপ্ত সিজনে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর খুদেরা। শেষদিনেও সেই ট্রেন্ড বজায় থাকল। প্রতিপক্ষ 'সারেগামাপা'র সংগ্রহেও ৫.৪ নম্বর। যার ফলে বছরের প্রথম সপ্তাহের প্রকাশিত রিপোর্ট কার্ডে স্লট ভাগ করে নিয়েছে এই দুই রিয়ালিটি শো। 

এক নজরে নন-ফিকশনের টিআরপি তালিকা-

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৬.৩)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৫.৪)

সারেগামাপা (৫.৪)

ঘরে ঘরে জি বাংলা (১.৬)

ধীরে ধীরে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে চলেছে ‘সারেগামাপা’। ইতিমধ্যেই এই মিজিক রিয়ালিটি শো-এর সেরা আট গায়ককে বেছে নিয়েছেন বিচারকরা। এই বছর সারেগামাপা-র বিচারকের আসনে দেখা যাচ্ছে শান্তনু মৈত্র, রিচা চাড্ডা এবং শ্রীকান্ত আচার্যকে। সেরা আট প্রতিযোগী হলেন- ঋদ্ধিমান বিশ্বাস, অ্যালবার্ট কাবো, সায়ন বৈরাগী, বিমান বুলেট সরকার, অস্মিতা কর, সোনিয়া গ্যাজমের, অঙ্কিত মালাকার এবং পদ্মপলাশ হালদার।

অন্যদিকে স্টার জলসা'তে শুরু হয়েছে মিউজিক্যাল শো- ‘সুপার সিঙ্গার ৪’। এই শো'তে বিচারকের আসনে থাকছেন শান, মোনালি ঠাকুর এবং রূপম ইসলাম।

আরও পড়ুন-‘সেক্সের চাহিদা কবেই নষ্ট হয়ে গিয়েছে’,রটেছিল কুৎসা,অনুর সাথে সম্পর্ক ভাঙে সহবাস সঙ্গী

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন