নন ফিকশনের মুকুটহীন সম্রাট সেই জি বাংলাই। স্টার জলসার রিয়েলিটি শো কখনওই টক্কর দিতে পারে না ‘শত্রু’ চ্যানেলকে। তা সে দেব আসুক বা মোনালি, যিশু। চলতি সপ্তাহের টিআরপি তালিকা সামনে এলেও চোখে পড়ল কিছুটা একই ফলাফল। সেই তিন নম্বরে তাঁদের গানের রিয়েলিটি শো সুপার সিঙ্গার। প্রথম থেকেই টিআরপি কমের দিকে ছিল। কিন্তু দেখা যাচ্ছে এই শো যত ফাইনালের দিকে এগোচ্ছে ততই যেন দর্শক উৎসাহ হারাচ্ছে। আগের সপ্তাহ থেকেও এবারে নম্বর কমল .২।
জি বাংলার দুই রিয়েলিটি শো দিদি নম্বর ১ (সানডে ধামাকা) আর ডান্স বাংলা ডান্সের মধ্যে কিন্তু চলে কাঁটায় কাঁটায় টক্কর। মহাগুরু মিঠুন আর তিন কন্যে মৌনি, শ্রাবন্তী আর শুভশ্রীর নাচের শো নিয়ে এখন বেশ ভালোই চর্চা। বিনোদনের খোরাক দিচ্ছে যথেষ্ট অঙ্কুশের সঞ্চালনাও। তবুও তারা ধরে রাখতে পারল না সেরার জায়গা। নেমে এল দুই নম্বরে ৫.০ নম্বর পেয়ে। আরও পড়ুন: টপার পজিশন ছিনিয়ে নিল অনুরাগের ছোঁয়া! টিআরপি-র নম্বর বাড়িয়ে রেসে সামিল বাংলা মিডিয়ামও
অর্থাৎ রিয়েলিটি শো-র কুইন রচনা বন্দ্যোপাধ্যায় এবারও সেরার কুর্সিতে। বিগত এক দশক ধরে টিভির জয়যাত্রা চলছে তাঁর। এখন তো ঘরে ঘরে তিনি পরিচিত এই দিদি নম্বর ১-এর কারণে। হাসি, আড্ডা, গল্পের সঙ্গে এখানে এসে নিজেদের জীবনের নানা অন্ধকার অধ্যায়ও ভাগ করে নেন সকলে। আর তাই তো এতদিন ধরে কোনও রিয়েলিটি শো নিজের জায়গা একইভাবে ধরে রেখেছে একইভাবে।
এক নজরে নন-ফিকশনের টিআরপি-
দিদি নম্বর [সানডে ধামাকা] (৫.৩)
ডান্স বাংলা ডান্স- (৫.০)
সুপার সিঙ্গার ৪ (৩.৫)
ঘরে ঘরে জি বাংলা (১.৪)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)