বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP Non-Fiction: দিদির ম্যাজিক ফিকে! এগিয়ে এল ডান্স বাংলা ডান্স,রইল রিয়ালিটি শো-এর হালহাকিকত

TRP Non-Fiction: দিদির ম্যাজিক ফিকে! এগিয়ে এল ডান্স বাংলা ডান্স,রইল রিয়ালিটি শো-এর হালহাকিকত

নন-ফিকশনে এগিয়ে জি বাংলা 

TRP Non-Fiction: ফের একবার ‘ডান্স বাংলা ডান্স’-এর হাতে পরাজিত রচনা! দিদি নম্বর ১-কে পিছনে ফেলার পাশাপাশি নন-ফিকশনে এক নম্বর স্থান দখলে রাখল মহাগুরু মিঠুনের শো। 

আইপিএল-এর শেষলগ্নে ওলোট-পালোট হয়েছে বাংলা সিরিয়ালের টিআরপি। নন-ফিকশন জঁরেও একই দশা। তলানিতে ঠেকেছে টিআরপি। ক্রিকেটের মেগা শো হওয়ায়, তাই খানিক স্বস্তিতে টেলিভিশন চ্যানেল ও নির্মাতারা। চলতিবার টিআরপি তালিকায় সকলকে চমকে প্রথমস্থান দখল করছে ‘গৌরী এলো’। সূর্য-দীপাকে হারিয়ে জি বাংলাকে সেরার মুকুট এনে দিয়েছে গৌরী। অন্যদিকে নন-ফিকশনেও টপার সেই জি বাংলা। গত কয়েক সপ্তাহ ধরে এক নম্বর স্থান ধরে রেখেছিলেন রচনা। তবে এই সপ্তাহে ফের বদল রিয়্যালিটি শো-এর রিপোর্ট কার্ডে। ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকা পর্ব নয়, এইবার সবচেয়ে বেশি নম্বর নিয়ে শীর্ষে ‘ডান্স বাংলা ডান্স’।

রিয়ালিটি শো-এর মামলায় স্টার জলসাকে বরাবরই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে জি বাংলা। প্রতিযোগিতায় এঁটে উঠতে না পেরে শনি-রবিবার রাত ৯.৩০টার স্লটে নতুন কোনও রিয়ালিটি শো আনেনি জলসা। এদিন সামনে এল সুপার সিঙ্গার সিজন ফোরের গ্র্যান্ড ফিনালের টিআরপি। সেখানেও কোনও চমক নেই। ৩.৮ টিআরপি নিয়ে ‘ডান্স বাংলা ডান্স’-এর কাছে আবারও স্লটহারা এই গানের রিয়ালিটি শো। ৪.৮ পয়েন্ট নিয়ে এই সপ্তাহে নন-ফিকশন জঁরে এক নম্বর শুভশ্রী-শ্রাবন্তী-মৌনিদের নাচের রিয়ালিটি শো। তিন বঙ্গ ললনার পাশাপাশি এই শো'তে রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং হোস্ট অঙ্কুশ। তাঁদের খুনসুটিও দর্শকদের আকর্ষণ ধরে রেখেছে। 

৪.১ নম্বর পেয়ে দু-নম্বরে থাকল ‘দিদি নম্বর ১’। দেড় দশকেরও বেশি সময় ধরে দিদির ম্যাজিকে বুঁদ গোটা বাংলা, তবে এবার সেরার মুকুট হাতছাড়া হল দিদির। 

এক নজরে নন-ফিকশন টিআরপি তালিকা-

ডান্স বাংলা ডান্স (৪.৮)

দিদি নম্বর [সানডে ধামাকা] (৪.১)

সুপার সিঙ্গার ৪ (৩.৮)

এই মুহূর্তে তিনটি নন-ফিকশন শো সম্প্রচারিত হয় জি বাংলায়। দিদি নম্বর ১, ডান্স বাংলা ডান্স এবং ঘরে ঘরে জি বাংলা। সে জায়গায় আপতত মাত্র একটি নন-ফিকশন শো রইল স্টার জলসার খাতায়। ‘মাই স্টার্স্ট আপ শো- ধন্যি মেয়ের উপাখ্যান’। কার্যত কোনওরকম প্রমোশন ছাড়াই এই শো শুরু করেছে স্টার জলসা। শনি ও রবিবার বিকালের স্লটে সম্প্রচারিত হয় ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র ধাঁচে তৈরি বাংলার মেয়েদের নিয়ে তৈরি এই শো।

 উইকএন্ডে রিয়ালিটি শো বন্ধ রেখে আপতত সপ্তাহে সাত দিনই ৯.৩০ থেকে রাত ১১টার স্লটে সম্প্রচারিত হবে জলসার ফিকশন শোগুলি। এই পরিবর্তন চ্যানেলকে টিআরপি লড়াইয়ে কতখানি এগিয়ে দেয় সেটাই দেখার। 

বায়োস্কোপ খবর

Latest News

‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে 'মমতা আসতে বাধ্য হন…কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম…', প্রশ্ন জুনিয়র ডাক্তারদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.