বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP Non Fiction: হাড্ডাহাড্ডি লড়াই ‘সারেগাপামা’ ও ‘ডান্স ডান্স জুনিয়র’-এর, পিছিয়ে পড়লেন রচনা!

TRP Non Fiction: হাড্ডাহাড্ডি লড়াই ‘সারেগাপামা’ ও ‘ডান্স ডান্স জুনিয়র’-এর, পিছিয়ে পড়লেন রচনা!

টিআরপি-র লড়াইয়ে এগিয়ে সারেগামাপা

TRP Update Non-Fiction: বিক্রম-মধুমিতা ম্যাজিকে কি ফের বাজিমাত করল ‘ডান্স ডান্স জুনিয়র’? টিআরপি তালিকার নন-ফিকশন জঁরে কে এগিয়ে থাকল? 

টিআরপির লড়াই জমে উঠেছে! প্রতি সপ্তাহেই এই খেলা বদলে যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে রোজই নিত্য-নতুন চমকের পরিকল্পনায় কষতে থাকে নির্মাতারা।  বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো-এর মুকুট কে পাবে? এই নিয়ে জোর টেক্কা স্টার জলসার ডান্স রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ এবং জি বাংলার ‘সারেগামাপা’র। এই সপ্তাহে জয়ের শেষ হাসি ফুটল জি বাংলার মুখে। একচুল এগিয়ে সেরার তাজ ছিনিয়ে নিন গানের রিয়ালিটি শো। বিক্রম-মধুমিতা ম্যাজিকে হয়ত গত সপ্তাহের মতো এই সপ্তাহের রেজাল্টও যাবে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর পক্ষে, এমনটা আশা করেছিল অনেকেই। কিন্তু ফাইনার রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে ৫.১ রেটিং নিয়ে এগিয়ে সারেগামাপা। অন্যদিকে ৫.০ নম্বর নিয়ে স্লট হারানোর পাশাপাশি সেরার স্থানও হারালো দেব-রুক্মিণীর শো।

উনিশ-বিশের ফারাকে নন-ফিকশন জঁরের সেরার তাজ দখলে রাখা জি বাংলার চিন্তার ভাঁজ অন্যত্র। এই সপ্তাহে ফের এবার টিআরপি তালিকায় আশানুরূপ ফল করল না ‘দিদি নম্বর ১'। সানডে ধামাকা এপিসোডের স্কোর এসেছে মাত্র ৪.৭। 

এক নজরে দেখে নিন নন-ফিকশন জঁরের টিআরপি তালিকা-

সা রে গা মা পা (৫.১)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৫.০)

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৪.৭)

রান্নাঘর (১.১)

‘রান্নাঘর’-এর টিআরপি কোনভাবেই বাড়ছে না! এই সপ্তাহেও মাত্র ১.১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সুদীপা চট্টোপাধ্যায়কে। খুব শীঘ্রই জি বাংলায় শুরু হচ্ছে নতুন নন-ফিকশন শো ‘ঘরে ঘরে জি বাংলা’। যা সঞ্চালনার দায়িত্বে থাকছেন ইন্দ্রাণী হালদার। সোম থেকে শনি সম্প্রচারিত হবে এই শো। তবে টাইম স্লট এখনও ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

অন্যদিকে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র’। এই সপ্তাহ শেষে সম্প্রচারিত হবে শো-এর কোয়ার্টার ফাইনাল রাউন্ড। বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন কোয়ের মল্লিক। এই শো শেষ হলে জানুয়ারিতেই স্টার জলসায় শুরু হবে ‘সুপার সিঙ্গার ৪’। চলছে অডিশন পর্ব।

বন্ধ করুন