যেই ট্রেলার দেখে হাসির রোল উঠেছিল ইন্টারনেটে, সেই থিমেই সুপার হিট নিম ফুলের মধু। ছাদ থেকে পড়ে গিয়ে স্মৃতি হারিয়েছে পর্ণা। মেয়ে পুটিকে ভুলেছে, সৃজনের সঙ্গে বিয়ের কথাও তার আর মনে নেই। আপাতত সে নিজেকে ভাবছে কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ঘটনাচক্রে যদিও আশ্রয় নিয়েছে দত্ত বাড়িতেই। আর নিজের তারকাটা স্বভাব দিয়ে ফের একবার সৃজনের মা-র নাকে করছে দম। ওদিকে সৃজন আবার বউকে নতুন করে পটাতে, উঠে পড়ে লেগেছে। একদম অন্যরকম একটা অ্যাঙ্গেল। আর তাতে ফের একবার টিআরপি টপার হয়ে গেল জি বাংলার এই মেগা। প্রাপ্ত নম্বর ৭.৩।
দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। অনেকটাই কম নম্বর পেয়েছে এই ধারাবাহিক প্রথম স্থানে থাকা নিম ফুলের থেকে। .৭ নম্বরে রয়েছে পিছিয়ে। তবে তৃতীয় স্থান যৌথভাবে দখল করে রেখেছে কথা আর গীতা এলএলবি। চতুর্থ স্থানে কোন গোপনে মন ভেসেছে। আর একসময়ের টিআরপি টপার জগদ্ধাত্রী নেমে এসেছে একদম পাঁচে।
আরও পড়ুন: রেশন দুর্নীতির মামলায় ইডি ডেকে পাঠাল ঋতুপর্ণা সেনগুপ্তকে, কবে হাজিরা তাঁর?
দেখুন টিআরপি-র সেরা ১০ তালিকা:
প্রথম: নিম ফুলের মধু (৭.৩)
দ্বিতীয়: ফুলকি (৬.৮)
তৃতীয়: কথা/ গীতা এলএলবি (৬.৬)
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
পঞ্চম: জগদ্ধাত্রী (৬.১)
ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া (৫.৫)
সপ্তম: বঁধূয়া (৫.৪)
অষ্টম: জল থই থই ভালোবাসা (৫.১)
নবম: রোশনাই (৪.৫)
দশম: আলোর কোলে/ মিঠিঝোরা (৪.৩)
এদিকে সূর্য ফিরতেই বাড়ছে অনুরাগের ছোঁয়ার টিআরপি। ৫.৫ নম্বর পেয়ে উঠে এল ছয় নম্বরে। আর যার ফলে কার কাছে কই মনের কথা টিআরপি কমল অনেকখানি (৪.০)। আপাতত দেখানো হচ্ছে, পরাগ আর শিমূলের দাম্পত্যের মিল। তবে তা যে দর্শকের মনে ধরছে না সেটা স্পষ্ট।
আরও পড়ুন: ফোলা ফোলা গাল! হীরামান্ডি-র লাস্যময়ী নায়িকার এ কী হাল, বলুন তো কার ছবি এটা
আরও পড়ুন: ‘হাসিন জাহান লাইট’! হার্দিক T20 বিশ্বকাপ খেলতে যেতেই পোস্ট নাতাশার, চটল ভক্তরা
ফুলকি-র কাছে স্লট হারালেও, বঁধুয়া নিজের জায়গা ধরে রাখতে পারল সেরা দশে। ৫.৪ রেটিংয়ের সঙ্গে দখল করেছে ৭ নম্বর। নতুন শুরু হওয়া আরেক মেগা রোশনাইয়েরও এক হাল। এখনও কোন গোপনে মন ভেসেছে-র বিপরীতে স্লট দখল করার জায়গায় আসেনি। কিন্তু ৪.৫ রেটিং থাকায় রইল ৯ নম্বরে। দশম স্থানে ফের যৌথভাবে আলোর কোলে আর মিঠিঝোরা।
এছাড়া নতুন ধারাবাহিকদের মধ্যে যোগমায়া-র রেটিং মাত্র ২.৪। আর চিনি পেয়েছে