টিআরপি চার্টের সেরা পাঁচে চলতি সপ্তাহেও নেই সেরকম কোনও রদবদল। মার্চের তৃতীয় সপ্তাহে এসেও সেরা অনুরাগের ছোঁয়া। সূর্য আর দীপার জীবনের নাটকীয় মোড় থেকে চোখ সরছে না বাংলার দর্শকের। বেঙ্গল টপার হয়ে চলেছে স্টার জলসার এই মেগা প্রায় তিন মাস ধরে।
দুইয়ে নিজের জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী। জি-র টপার সিরিয়ালও এটি। চলতি বছরের জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডেও তাই ভরে ভরে জিতে নিয়েছে পুরস্কার। টক্কর দিয়েছে একটানা ৩৪ সপ্তাহ টপার হওয়া মিঠাইকেও। তিন নম্বরে খেলনা বাড়ির জায়গাও পাকা।
চার নম্বরে জায়গা ভাগ করে নিল গৌরী এলো আর নিম ফুলের মধু। পাঁচে পঞ্চমী। পিছিয়ে পড়ল রাঙা বউ এক নম্বরের জন্য। অর্থাৎ সাড়ে আটটার স্লট শ্রুতির থেকে ছিনিয়ে নিলেন সুস্মিতা।
পুরনোদের মধ্যে দুই জনপ্রিয় মেগা গাঁটছড়া আর মিঠাই বন্ধ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। যদিও সিরিয়ালের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস এবং লিড নায়িকা সৌমিতৃষা কুণ্ডু হাওয়ায় উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। এদিকে লোকমুখে রটেছে গাঁটছড়া বন্ধ করে সেই স্লটেই নাকি দেওয়া হবে সব্যসাচী চৌধুরীর রামপ্রসাদ। যদিও সবটাই রটনা। চ্যানেলের তরফ থেকে আসেনি কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। আর যথেষ্ট ভালো টিআরপিও আনছে এই দুই মেগা। ৫.৯ নম্বর পেয়ে রয়েছে আট নম্বরে। প্রসঙ্গত, গত সপ্তাহেও মিঠাই সেরা দশ থেকে ছিটকে গিয়েছিল। চলতি সপ্তাহে হয়েছে কামব্যাক।
নম্বর বাড়িয়ে উপরে উঠছে রূপা গঙ্গোপাধ্যায়, স্বীকৃতি মজুমদারের ‘মেয়েবেলা’ ধারাবাহিকও। চলতি সপ্তাহে বাংলা মিডিয়ামের সঙ্গে রয়েছে সাত নম্বর স্থানে।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৫)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৯)
তৃতীয়- খেলনা বাড়ি (৭.৩)
চতুর্থ- গৌরী এলো/ নিম ফুলের মধু (৭.১)
পঞ্চম- পঞ্চমী(৬.৬)
ষষ্ঠ- রাঙা বউ (৬.৫)
সপ্তম- মেয়েবেলা/ বাংলা মিডিয়াম (৬.৩)
অষ্টম- গাঁটছড়া/ মিঠাই (৫.৯)
নবম- সোহাগ জল (৫.৭)
দশম- এক্কা দোক্কা (৫.৬)
২৭ মার্চ থেকে দুপুর ৩টের স্লটে পাঠিয়ে দেওয়া হবে তোমার খোলা হাওয়াকে। চলতি সপ্তাহে এই মেগার টিআরপি ৪.১। নতুন শুরু হওয়া কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ পেয়েছে ৪.৮। এখন দেখার কৈশোরের প্রেমে কতটা মজে দর্শক! আদৌ টক্কর দিতে পারে কি না টিআরপি-তে তিন নম্বরে থাকা খেলনা বাড়িকে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)