সাপ্তাহিক ফলাফলের দিন আজ। কোন ধারাবাহিক কেমন নম্বর পেয়েছে তা জানতে আজকাল যতটা উৎসাহ থাকে তারকাদের, ঠিক ততটাই দর্শকদের। পছন্দের সিরিয়াল কত নম্বরে যেমন জানা যায়, তেমন এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় মেগার আঁচও মেলে। টিআরপি তালিকায় বেঙ্গল টপার বরাবরের মতো এবারেও অনুরাগের ছোঁয়া। গত সপ্তাহে টিআরপি খানিক নেমে এসেছিল, চলতি সপ্তাহে ফের তা ৯.০। দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী (৮.৩)-এর চেয়ে যা অনেক-অনেক বেশি।
তিনে এবার চমক আছে। পল্লবী আর রুবেলের নিম ফুলের মধু ধীরে ধীরে জায়গা করছে দর্শক মনে। তাই পাঁচ থেকে সোজা উঠে এল তিনে। গল্পের মোড় যেভাবে রোজ বদলাচ্ছে তাতে টপার হওয়ারও চান্স রয়েছে। আরও পড়ুন: লাল-হলুদ তাঁবুতেই নাচবেন সলমন! দেখা করতে পারেন মমতার সঙ্গেও, কবে কলকাতায় দাবাং?
টিআরপি বাড়িয়ে এগিয়ে চলেছে মেয়েবেলা ধারাবাহিকও। রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয় নিয়ে যতই কটাক্ষ হোক না কেন মউ-ডোডো-চান্দনীর যে ত্রিকোণ সমীকরণ তৈরি হয়েছে বর্তমানে তা ধারাবাহিকের টিআরপি আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ‘এটাও কি কুন্তল ঘোষের টাকায়?’, দুবাইয়ের আকাশে ওড়ার ভিডিয়ো দিয়ে ট্রোলে বনি
মিঠাই ভক্তদের একটু খারাপ লাগতে পারে। কারণ ধারাবাহিক এবার দশ নম্বরে। তবে স্লট রয়েছে সৌমিতৃষা-আদৃতের হাতেই। তৃণার বালিঝড়কে মাথা তুলে দাঁড়ানোর মতো জায়গাই দিচ্ছে না। আপাতত চোট পেয়ে বিশ্রামে আছেন আদৃত। তাই ধারাবাহিকে দেখানো হচ্ছে মিঠি আর সিদ্ধার্থ হারিয়ে গিয়েছে। যা একেবারে পছন্দ হচ্ছে না মিঠাই-দর্শকদের। যার কারণে হয়তো টিআরপি আরও কমবে।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৩)
তৃতীয়- নিম ফুলের মধু (৭.৮)
চতুর্থ- গৌরী এলো (৭.৭)
পঞ্চম-খেলনা বাড়ি (৭.৫)
ষষ্ঠ- পঞ্চমী(৬.৭)
সপ্তম- রাঙা বউ (৬.৬)
অষ্টম-মেয়েবেলা (৬.৪)
নবম-বাংলা মিডিয়াম (৬.২)
দশম- মিঠাই (৬.১)
এই সপ্তাহ থেকে অনুরাগের ছোঁয়াকে মুখোমুখি হতে হয়েছে মুকুট-এর। যার ফলাফল হাতে আসবে আগামী সপ্তাহে। টানটান উত্তেজনা সেই মেগার প্রোমোতে। দেখার অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তায় এটা কতটা ধাক্কা দেয়!
সঙ্গে জি-এ এসেছে আরেক নতুন ধারাবাহিক ‘ফুলকি’-র প্রোমো। যার সম্প্রচারের সময় বা দিনক্ষণ সামনে আসেনি। এখন দেখার কোন মেগার জায়গা নেয় এটি। খুব সম্ভবত ‘মিঠাই’ বা ‘সোহাগ জল’-এরই জায়গা নেবে। এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যেতে পারে ধারাবাহিক।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)